মিডিয়া খবর:-
এবারে বিপিএল- এ চমক দিচ্ছেন চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি অনন্ত-বর্ষা। এবারে বিপিএল- এর একটি দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন তারা।
এ প্রসঙ্গে এম এ জলিল অনন্ত জানান, ‘আপাতত কোন দলে যাচ্ছি তা চমক হিসেবে থাকুক। তবে আমি আর বর্ষা বিপিএল-এ কিছু একটা করছি এবং পুরো বিষয়টি মঙ্গলবার একটি টেলিভিশন চ্যনেলে লাইভ অনুষ্ঠানে ঘোষিত হবে। তখনই জানানো হবে এবারের বিপিএলে আমি আর বর্ষা কি করছি।’
উল্লেখ্য, বর্তমানে এই জুটি তাদের নতুন ছবি ‘দ্য স্পাই’-এর প্রচারণামূলক ব্যতিক্রমী একটি ট্যালেন্ট শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যার ক্যাম্পেইন আগামী ৬ নভেম্বর সিলেট বিভাগ থেকে শুরু হবে।