Home » চলচ্চিত্র » বৃদ্ধাশ্রমের গল্প ও নতুন প্রজন্মের প্রেম নিয়ে সিনেমা
s-a-haque-alik

বৃদ্ধাশ্রমের গল্প ও নতুন প্রজন্মের প্রেম নিয়ে সিনেমা

Share Button

মিডিয়া খবর:-

‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র পর ‘এক পৃথিবী প্রেম’ নামে নতুন একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা এস এ হক অলিক। আগামী ১ ডিসেম্বর মহরতের মাধ্যমে বিএফডিসিতে ছবিটির শ্যুটিং শুরু হবে।

নির্মাতা জানান, সোমবার বিকেলে এফডিসির তিন নম্বর ফ্লোরে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয়কারী মডেল ও চিত্রনায়িকা আইরিন ও চিত্রনায়ক আসিফ। মহরতের পরপরই একই ফ্লোরে ছবিটির শ্যুটিং শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

এস এ হক অলিক বলেন, ‘এক পৃথিবী প্রেম’ আমার তৃতীয় ছবি। প্রথম দুটি ছবি নির্মাণের পর দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা থেকেই এই ছবিটির নির্মাণ কাজ শুরু করছি।

ছবিটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবন-যাপন ও তাদের অনুভূতিগুলো নিয়েই ছবিটির গল্প গড়ে উঠেছে। পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেমের চিত্রায়ণ।’

‘এক পৃথিবী প্রেম’ ছবিটির চিত্রনাট্য লেখার পাশাপাশি ছয়টি গান লিখেছেন অলিক। ইতিমধ্যে বেশ কয়েকটি গানের রের্কডিং সম্পন্ন হয়েছে। গানগুলোর সংগীতায়োজন করেছেন ইমন সাহা। আর তাতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মিলন মাহমুদ ও পড়শি। এছাড়া হাবিব ওয়াহিদ ও হৃদয় খান নিজেদের করা গানে কণ্ঠ দিয়েছেন।

Check Also

aynabazi

আয়নাবাজি এবার জার্মানি ও ভারতের উৎসবে

মিডিয়া খবর :- জার্মানির মানহায়েম-হাইডেব্যার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর আমন্ত্রণ পেয়েছে আয়নাবাজি। উৎসব পরিচালক মিশেল …

ek-prithibi-prem

এক পৃথিবী প্রেম মুক্তি পেছাল কারণ চলছে আয়নাবাজী

মিডিয়া খবর :- আয়নাবাজী ছবির জন্য এক পৃথিবী প্রেম মুক্তি পিছিয়ে গেল। আবারো মুক্তির ঘোষণা দেয়ার পরও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares