Home » চলচ্চিত্র » বাংলা সিনেমার ধারাবদলের প্রত্যয়ে ‘জিরো ডিগ্রি’
zero-dig

বাংলা সিনেমার ধারাবদলের প্রত্যয়ে ‘জিরো ডিগ্রি’

Share Button

মিডিয়া খবর:-zero-digree

বাংলা সিনেমার ধারা বদলে দেয়ার প্রত্যয় নিয়ে আসছে ‘জিরো ডিগ্রি’। ভিন্নধর্মী এক জটিল গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার চিত্রনাট্য।

অনিমেষ আইচ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জিরো ডিগ্রি সিনেমাটি সেন্সরে জমা পড়েছে। গত সপ্তাহে সিনেমাটিকে সেন্সরে জমা দেওয়া হয়েছে। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, দিলরুবা ইয়াসমিন রুহী, ইফতেখার জাইব, মীর রাব্বি, রনন রয়, তারিক আনাম খান, টেলি সামাদ, ইরেশ যাকের, লায়লা হাসান, শিরিন আলমসহ আরো অনেকে।জিরো ডিগ্রির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। প্রযোজনায় প্লে হাউস প্রোডাকশনস। সিনেমাটির বেশিরভাগ শুটিং ঢাকা ও এর আশপাশে এবং কিছু অংশ সিঙ্গাপুরে চিত্রায়িত হয়েছে।

সিনেমার ট্রেইলার দেথুন

Check Also

one-way-1

মুক্তির পথে ওয়ান ওয়ে

মিডিয়া খবর:- আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’ ছবিটি। গতকাল ঢাকার …

arefin-shuvo,-nusrat-faria

আরেফিন শুভ-ফারিয়ার নতুন ছবি ধেৎতেরিকি

মিডিয়া খবর:- প্রেমী ও প্রেমীর শুটিং শেষ হতে না–হতেই আরেফিন শুভ-ফারিয়া জুটি চুক্তিবদ্ধ হলেন নতুন …

Shares