Home » চলচ্চিত্র » বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে ‘একাত্তরের মা জননী’
nipun

বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে ‘একাত্তরের মা জননী’

Share Button

মিডিয়া খবর:-

আনিসুল হকের ‘জননী সাহসিনী ১৯৭১’ অবলম্বনে নির্মিত ‘একাত্তরের মা জননী’ ছবিটি  বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। আগামী বিজয় দিবসের দিন ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ১৯ ডিসেম্বর শুক্রবার হওয়ায় ওইদিন ছবি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

‘একাত্তরের মা জননী’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ।   মুক্তিযুদ্ধের ছবি নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন তিনি এ বছর বিজয় দিবসে। 

এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর এ ছবিতে অভিনয় করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আর এখন বিজয়ের মাসে ছবিটি মুক্তি পাবে বলে আমার আনন্দ দ্বিগুণ বেড়ে গেছে। আশা করি এ ছবির মাধ্যমে তরুণ প্রজন্ম কিছুটা হলেও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।’

ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। পরিচালক বলেন, ‘ছবির শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ। এখন চূড়ান্ত এডিটিংয়ের কাজ চলছে। এর পরপরই সেন্সর বোর্ডে এটি জমা দেয়া হবে।’

২০১২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতে মূলত মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পরবর্তী ঘটনা তুলে ধরা হয়েছে। আনিসুল হকের ‘জননী সাহসিনী ১৯৭১’ অবলম্বনে নির্মিত এ ছবিতে নিপুণকে তিন রূপে দেখা যাবে। নিপুণ ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন শাকিল আহমেদ, মম মোর্শেদ, আগুন, সাজু, শিশু শিল্পী সোহান প্রমুখ। ছবির আবহসঙ্গীত করেছেন ইমন সাহা।

Check Also

Nusrat-Faria

শুভ ও নুসরাত ফারিয়ার ধ্যাৎতেরিকি

মিডিয়া খবর :-  সব প্রতিক্ষার অবসান শেষে এবার শুটিং শুরু হল আরেফিন শুভ ও নুসরাত ফারিয়ার …

rawnak-hasan

রওনক হাসানের খারাপ মেয়ে ভালো মেয়ে

মিডিয়া খবর :- মঙ্গলবার থেকে নিজের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শুরু করেছেন অভিনেতা ও নির্মাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares