মিডিয়াখবর:-
ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গতকাল মঙ্গলবার সারদিন নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠে পালিত হলো আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব। এ উপলক্ষে নাটশাল মাঠে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান। জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাবেক অধ্যাপক, কবি ও সাহিত্যিক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কায়েস উদ্দিন, রাইগাঁ কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, বাসদ নেতা জয়নাল আবেদিন মকুল প্রমুখ। অনুষ্ঠানে আদিবাসীদের ১৪টি দল তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। –