Home » চলচ্চিত্র » সোহানা সাবা এবার বাণিজ্যিক চলচ্চিত্রে

সোহানা সাবা এবার বাণিজ্যিক চলচ্চিত্রে

Share Button

মিডিয়া খবর :-

অভিনেত্রী সোহানা সাবা এবার সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমা আব্বাস ওটু তে অভিনয় করবেন। সোহানা সাবা গণমাধ্যমে জানান, প্রথমবারের মতো সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। সাইফ চন্দন পরিচালিত চলচ্চিত্রটির পরিচালনা করছেন।

কয়েক মাস আগে সিনেমাটির ঘোষণা দেন সাইফ চন্দন, তখন নাম ছিল ‘আব্বাস’। কিন্তু জানাননি কারা থাকছেন নায়ক-নায়িকা হিসেবে। এবার সোহানা সাবা জানালেন, তিনিই হচ্ছেন নায়িকা। তার বিপরীতে আছেন নিরব।

এ নায়িকা জানালেন, সিনেমায় তার নাম ওটু (অক্সিজেন)। অন্যদিকে নিরব থাকছেন আব্বাস চরিত্রে। ‘আব্বাস ওটু’র গল্পে থাকছে অ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেল।

লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিতব্য ছবিটির স্ক্রিপ্ট লিখেছেন জসিম উদ্দিন।

‘আব্বাস’-এর গল্প প্রসঙ্গে সাইফ বলেন, ‘আব্বাস নামের একটি ছেলের জীবন যাপন ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে ছবিটির গল্প গড়ে উঠেছে। বাংলাদেশের পুরান ঢাকা, চাঁদপুর এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।’

Check Also

hasibur reja kollol

কল্লোল এবার কালপুরুষ নিয়ে আসছেন

মিডিয়া খবর :- ‘কালপুরুষ’ নিয়ে আবার ফিরছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। সামনের নভেম্বর মাসের শেষ সপ্তাহে …

porimoni

পরীমণির বাহাদুরী

মিডিয়া খবর :- পরীমণি অভিনীত ‘বাহাদুরী’ ছবির শুটিং চলছে এফডিসিতে। শুক্রবার দুপুরে শুটিংয়ে অংশ নেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares