মিডিয়া খবর :- ঢাকার মহাখালীতে নবনির্মিত সেনাকল্যাণ সংস্থা (এসকেএস) টাওয়ারে যাত্রা শুরু করবে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। আগামী সেপ্টেম্বরে এটি চালু হবে বলে গণমাধ্যমে জানালেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং)। গত বছরের ৩১ অক্টোবর বিষয়টি নিয়ে ‘স্টার সিনেপ্লেক্স’ এর স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান শো-মোশন লিমিটেডের এবং এসকেএস টাওয়ার কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি হয়। সিনেপ্লেক্সটি চালুর ব্যাপারে ইতমধ্যে সব কাজ প্রায় শেষ।
তিনি জানান, সিলভার স্ক্রিন ও সর্বাধুনিক স্ক্রিনিং প্রযুক্তিসহ বিশ্বমানের সব সুবিধা থাকছে মাল্টিপ্লেক্সের হলে। প্রাথমিকভাবে এসকেএস টাওয়ারের পঞ্চম তলায় ৩টি থিয়েটার চালু করা হচ্ছে।
সিনেপ্লেক্সের এই শাখাটি চালু হলে রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, রামপুরা এবং উত্তরা অঞ্চলের বাসিন্দারা স্বল্প দূরত্বে সিনেমা দেখার সুন্দর সুযোগ পাবেন।
উল্লেখ্য, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ পর্যায়ক্রমে দেশে ১০০টি অত্যাধুনিক সিনেপ্লেক্স চালুর ঘোষণা দিয়েছে।