Home » চলচ্চিত্র » ববির ওয়ান ওয়ের গানের ভিডিও অনলাইনে
bappi mahi

ববির ওয়ান ওয়ের গানের ভিডিও অনলাইনে

Share Button

মিডিয়া খবর:-

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’ ছবির একটি গানের ভিডিও বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত হয়েছে। গানে বাপ্পি চৌধুরী ও আনিসুর রহমান মিলনের সঙ্গে এই সময়ের আলোচিত নায়িকাদের মাঝে অন্যতম ববিকে অন্যরকমভাবে দেখা গেছে।

ছবিতে অভিনয় করেছেন বাপ্পি, আনিসুর রহমান মিলন, মিশা সওদাগর, ড্যানি সিডাকসহ আরও অনেকে। ২০১৪ সালের জানুয়ারিতে ছবিটির শুটিং হলেও নানা কারণে ছবিটি এখনো মুক্তি পায়নি। ববির সঙ্গে বাপ্পির এটা দ্বিতীয় সিনেমা। জানা যায়, খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে। মিলনের সঙ্গে এর আগে দেহরক্ষী সিনেমা এবং ব্লাকমেইলে অভিনয় করেছেন ববি।

Check Also

dhaka international film festival

পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মিডিয়া খবর :- ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু …

ferdous-moushumi

ফেরদৌস, মৌসুমী মুক্তিযুদ্ধের ছবি নিয়ে আসছেন

মিডিয়া খবর:- ‘পোস্টমাস্টার ৭১’ ছবির ছবির শুটিংয়ের কাজ প্রায় শেষ.  গানের শুটিং অবশ্য শেষ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares