Home » বিজ্ঞাপন জগৎ » আরএফএল-এর বিজ্ঞাপনে জেনী ও নাসিম
nasim jony

আরএফএল-এর বিজ্ঞাপনে জেনী ও নাসিম

Share Button

মিডিয়া খবর:-

সম্প্রতি কোক স্টুডিওতে চিত্রায়িত হল আরএফএল-এর একটি বিজ্ঞাপনের। বিজ্ঞাপনে জুটি হলেন নাসিম ও জেনী। সানবীম আশরাফের নির্দেশনায় বিজ্ঞাপনটিতে ডিওপি হিসেবে কাজ করেছেন মনিরুল ইসলাম মাসুম।

এ প্রসঙ্গে নাসিম জানান, ‘নাটক এবং নিজের ব্যবসায়িক কাজের ফাঁকে মাঝে মধ্যেই বিজ্ঞাপনে পারফর্ম করি। এক্ষেত্রে অবশ্যই বিজ্ঞাপনের থিম পছন্দ হতে হয়। নতুন এই বিজ্ঞাপনটির কনসেপ্টটা খুব সুন্দর বলেই এতে পারফর্ম করেছি।’

জেনী জানান, ‘নাটকে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয় আমাকে। বিজ্ঞাপনের অনেক প্রস্তাব পাওয়ার পরও কনসেপ্ট পছন্দ না হওয়ায় কাজ করা হয় না। তবে নতুন এই বিজ্ঞাপনটি একেবারেই ভিন্ন একটি থিম নিয়ে নির্মিত হয়েছে। আশা করছি দর্শকদের বেশ ভালো লাগবে।’

বিজ্ঞাপনটি নির্মান করেছে ব্রেইনওয়ার্ক কমিউনিকেশন এজেন্সি। আর প্রোডাকশন সহযোগিতায় আছে প্রোডাকশন হাউজ কালারমাইন্ড। খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

Check Also

nabila

নতুন বিজ্ঞাপনে নাবিলা

মিডিয়া খবর:- উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা দেড় বছর পর বৃহস্পতিবার কোক স্টুডিওতে রবির …

tanjin tisha

তিন বিজ্ঞাপনে তানজিন তিশা

মিডিয়া খবর:- ঈদের পর একসঙ্গে নতুন তিনটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন মডেল ও অভিনেত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares