Home » চলচ্চিত্র » পরীমনি-বাপ্পির কত স্বপ্ন কত আশা
bappi-poromoni

পরীমনি-বাপ্পির কত স্বপ্ন কত আশা

Share Button

মিডিয়া খবর:-

ওয়াকিল আহম্মেদ পরিচালিত কত স্বপ্ন কত আশা সিনেমার শুটিং গত তিনদিন ধরে আশুলিয়া হাসপাতালে চলছে। এ সিনেমায় হাসপাতালের কিছু দৃশ্যের শুটিং করছেন পরীমনি।  

এ সিনেমা প্রসঙ্গে পরীমনি জানান, ‘গত ৬ জানুয়ারি থেকে আশুলিয়া হাসপাতালে এ সিনেমার শুটিং করছি। এখানে হাসপাতালের কিছু দৃশ্যের শুটিং করা হচ্ছে। এর পরে দেশের বিভিন্ন লোকেশনে এর একটানা শুটিং করা হবে।’

কত স্বপ্ন কত আশা সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া আরো অভিনয় করছেন ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। গত ৩ জানুয়ারি থেকে গাজীপুরের জিন্দা পার্কে এ সিনেমার শুটিং শুরু করা হয়।

ধুমকেতু, আমার প্রেম আমার প্রিয়া, নদীর বুকে চাঁদ, আপন মানুষ, বুকের মাঝে প্রেমের আগুনসহ বেশকিছু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, ইনোসেন্ট লাভসহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

 

Check Also

dhaka international film festival

পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মিডিয়া খবর :- ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু …

ferdous-moushumi

ফেরদৌস, মৌসুমী মুক্তিযুদ্ধের ছবি নিয়ে আসছেন

মিডিয়া খবর:- ‘পোস্টমাস্টার ৭১’ ছবির ছবির শুটিংয়ের কাজ প্রায় শেষ.  গানের শুটিং অবশ্য শেষ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares