Home » নিউজ » লাকী আখন্দ আজীবন সম্মাননায় ভূষিত
lucky akhando

লাকী আখন্দ আজীবন সম্মাননায় ভূষিত

Share Button

মিডিয়া খবর:-

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ ও অগ্নিবীণা ক্যান্সারে আক্রান্ত গুণী সংগীতশিল্পী লাকী আখন্দকে আজীবন সম্মাননা জানিয়েছে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর টিসিবি অডিটোরিয়াম মিলনায়তনে শিল্পীকে এ সম্মাননা জানানো হয়। ক্যান্সারের চিকিৎসার জন্য বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন লাকী আখন্দ। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন এ সংগীতশিল্পীর বড় বোন জেসমীন আখন্দ ও ভাতিজা দীপ। তাদের হাতে এ সম্মাননা ক্রেস্ট ও ১ লাখ টাকার চেক তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্পী খালিদ হোসেন, পাপিয়া সারোয়ার, ফকির আলমগীর ও জি সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘লাকী আখন্দকে এ সম্মাননা জানাতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি। একাধারে তিনি গায়ক ও সংগীত পরিচালকও। তার সকল কাজই অমর সৃষ্টি। এ অনুষ্ঠানে অনেক নবীন-প্রবীণ শিল্পী উপস্থিত আছেন। শিল্পীদের সান্নিধ্যে আসলে মনে হয়- গোলাপের বাগানে এসেছি, যেখান থেকে সুবাস নিয়ে ফেরা যায়।’

সম্মাননা প্রদান ছাড়াও এ অনুষ্ঠানে ৩০টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।

 

 

Check Also

FDC

শিল্পী সমিতির শপথ নিলেন ১১ জন, অনুপস্থিত ১০

মিডিয়া খবর :- শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শপথ নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির …

prangonemore

সফল পথ চলার ১৪ বছরে প্রাঙ্গণেমোর

মিডিয়া খবর :- শনিবার ৬ মে, ১৪ বছরে পা রেখেছে নাট্যদল প্রাঙ্গণেমোর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares