Home » চলচ্চিত্র » শেষের পথে সিমলার নাইওর
simla

শেষের পথে সিমলার নাইওর

Share Button

মিডিয়া খবর:-

‘নাইওর’ সিনেমাটির কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়ে গেছে। এখন চলছে শেষ অংশের শুটিং। এতে অভিনয় করছেন ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা সিমলা।
নাইওর চলচ্চিত্রের কাহিনি লিখেছেন পরিচালক রাশিদ পলাশ। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আদনান আদীব খান। এবছর ২০ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

ছবিটি প্রসঙ্গে সিমলা জানান, ‘নাইওর’- এর কাহিনি অদ্ভুত সুন্দর। আমার খুব ভালো লাগছে ছবিটির কাজ করতে। আশা করছি ছবিটি দর্শকদেরও ভালো লাগবে।’

উল্লেখ্য, এই ছবিটিতে সিমলার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। এ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন সাদিয়া, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামাল উদ্দিন, আহমেদ ফারুক প্রমুখ।

সিমলা ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ ছবিতে প্রথম অভিনয় করেই পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Check Also

Nusrat-Faria

শুভ ও নুসরাত ফারিয়ার ধ্যাৎতেরিকি

মিডিয়া খবর :-  সব প্রতিক্ষার অবসান শেষে এবার শুটিং শুরু হল আরেফিন শুভ ও নুসরাত ফারিয়ার …

rawnak-hasan

রওনক হাসানের খারাপ মেয়ে ভালো মেয়ে

মিডিয়া খবর :- মঙ্গলবার থেকে নিজের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শুরু করেছেন অভিনেতা ও নির্মাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares