Home » মঞ্চ » শিল্পকলায় কোর্ট মার্শাল, অবাক দেশ ও বুড়ো
কোর্ট মার্শাল

শিল্পকলায় কোর্ট মার্শাল, অবাক দেশ ও বুড়ো

Share Button

মিডিয়া খবর:-

জাতীয় নাট্যশালার মূল হল:

জাতীয় নাট্যশালার মূল হলে বুধবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘কোর্ট মার্শাল’। নাটকটির মূল লেখক স্বদেশ দীপক, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। ১৯৯২ সালে নাটকটির প্রথম প্রদর্শনী হয়।

নতুনভাবে নাটকটি মঞ্চায়নের সমন্বয়কের দায়িত্বে আছেন মোহাম্মদ বারী। ‘কোর্ট মার্শাল’-এ অভিনয় করেছেন— মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ। 

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল:

শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে চারুনীড়ম থিয়েটারের ‘অবাক দেশ এবং বুড়ো’। সুকুমার রায়ের ‘অবাক জলপান’ ও মাইকেল মধুসুদন দত্তের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটক দুটির সাথে গাজী রাকায়েতের একটি গল্পের সমম্বয়ে রচিত হয়েছে নতুন নাটক ‘অবাক দেশ ও বুড়ো’। গম্ভিরার ঢঙে নাটকটি উপস্থাপিত হবে।

নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ২০১৩ সালের ডিসেম্বর মাসে। নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। নাটকটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাইসুল ইসলাম, শিশির প্রমুখ।

 

Check Also

Untitled-1

সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘শিখণ্ডী কথা’

মিডিয়া খবর:  হিজলতলী গ্রামে বাড়ি রমজেদ মোল্লার। তার পরিবারে জন্ম হয় রতন মোল্লার। কিন্তু বয়ঃসন্ধিকালে …

জাদুর প্রদীপ

শিল্পকলায় স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’

মিডিয়া খবর : স্বপ্নদলের ব্যতিক্রমী প্রযোজনা মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’। আজ ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares