Home » টিভি নাটক » অঞ্জন আইচের এবং শুকুনতলা
abong-shakuntala

অঞ্জন আইচের এবং শুকুনতলা

Share Button

মিডিয়া খবর :-

ঈদুল আজহার বিশেষ নাটকে অভিষেক হল জনপ্রিয় কাহিনীকার ও পরিচালকabong-shakuntola-1 অঞ্জন আইচের কন্যা অতন্দ্রিলা আইচের। ‘এবং শুকুনতলা’য় অভিনয় করছেন তিনি।
নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় অঞ্জন আইচ।এছাড়া অভিনয়ে আরো রয়েছেন- সাদিয়া ইসলাম মৌ, তমালিকা কর্মকার, ইরফান সাজ্জাদ, হিরা প্রমুখ।
কবিরের সাথে পরিচয় হয় হিরার। হিরা একজন উঠতি মডেল কন্যা। অন্যদিকে কবির এমবিএ পাস করে চাকরির জন্য অপেক্ষমান। কবির আর হিরার পরিচয় হয় প্রায় এক বছর আগে। কিন্তু কখনো তাদের দেখা হয়নি। এবার একটা বিশেষ শর্তে দেখায় রাজি হয়েছে। শর্তটা এই যে তাদের সম্পর্ক আর বেশি সামনের দিকে আগানো যাবে না। এরপর একটা স্বাভাবিক সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যায় ওরা। হিরা আস্তে আস্তে জানতে পারে কবিরের সাabong-shakuntola-11থে আসলে তার এক ম্যাডাম জয়ার প্রেম ছিল। ম্যাডাম তাদের কলেজে ফিজিক্স পড়াতেন। হিরাকে এক সময় কবির জানায়, সে আসলে কোনভাবেই ঐ ম্যাডামকে ভুলতে পারেনি। এরপর হিরা এবং কবির মিলে ম্যাডামকে খুঁজে বের করে। তখন জানা যায়, নতুন এক কাহিনী। আসলে সবটাই ছিল হিরার সাজান প্ল্যান।
নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।নাটকের প্রমো দেখুন নিচের লিংকে-

Check Also

monpura

টিভি পর্দায় আবারও চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি

মিডিয়া খবর:- আবারও একসঙ্গে অভিনয় করছেন মনপুরা’ জুটি চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি । নাটকের …

Litu-anam-chadni

লিটু আনাম-চাঁদনীর টিভি নাটক মায়াজাল

মিডিয়া খবর:- মায়াজাল নাটকে জুটিবদ্ধ হলেন লিটু আনাম ও চাঁদনী। লিখেছেন মোহাম্মদ নোমান। আজ বৃহস্পতিবার রাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares