Home » মঞ্চ » সোলায়মান স্মরণে মঞ্চে ‘গোলাপজান’
golapjan

সোলায়মান স্মরণে মঞ্চে ‘গোলাপজান’

Share Button

মিডিয়া খবর :-

অকাল প্রয়াত খ্যাতনামা নাট্যকার এস এম সোলায়মান। ২২ সেপ্টেম্বর এ গুণী নাট্যজনের প্রয়াণ দিবস। একই মাসের ২৯ তারিখ তার জন্মদিন। এ দুই উৎসবকে সামনে রেখে থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করেছে ‘এস এম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা ২০১৫’।

১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর। স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক জামিল আহমেদ ।

এ বছর এস এম সোলায়মান প্রণোদনা পাচ্ছেন প্রতিভাবান তরুণ নাট্য নির্দেশক সুদীপ চক্রবর্তী।
প্রণোদনা প্রদাণ শেষে প্রদর্শীত হবে থিয়েটার আর্ট ইউনিটের সাড়া জাগানো নাটক গোলাপজান।
দীর্ঘ দিন পর এ নাটকটি আবার মঞ্চস্থ হতে যাচ্ছে।

মোহাম্মদ আবু তাহেরের ‘গোলাপজানের অশ্বারোহন’ গল্প থেকে এর নাট্যরূপ দেন এস এম সোলায়মান। গোলাপজান থিয়েটার আর্ট ইউনিটের তৃতীয় প্রযোজনা।

গোলাপজান এর গল্প পুরান ঢাকার একজন নারীকে নিয়ে। বেঁচে থাকার জন্য যে নিরন্তর সংগ্রাম করে চলে।

গোলাপজান নাটকের নাম ভূমিকায় অভিনয় করবেন রোকেয়া রফিক বেবী। এ ছাড়াও অভিনয় করবেন- প্রশান্ত হালদার, চন্দন রেজা, সাইফ সুমন, রেজাউল আমীন সুজন, কামাল রায়হান, সাথী রঞ্জন দে, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, স্বর্ণা সরকার, সাদিয়া সাফা প্রমুখ।

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন- কামাল উদ্দীন কবির, আলোক পরিকল্পনায়- ঠাণ্ডু রায়হান, সংগীত তত্ত্বাবধানে সেলিম মাহবুব এবং নেপথ্য কণ্ঠ দিয়েছেন এস এম সোলায়মান ও মোহাম্মদ বারী।

Check Also

dhaka podatik

ঢাকা পদাতিকের নাট্য কর্মশালা

মিডিয়া খবর:- নাটক হোক জীবনের প্রকাশিত সত্য- নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার এই শ্লোগান কে …

boikunther-khata

আজ নাট্যোৎসবের তিন নাটক

মিডিয়া খবর:- ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জাতীয় নাট্য উৎসব ২০১৬। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এবং  বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র যৌথ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares