Home » চলচ্চিত্র » পরীমনি আসছেন মহুয়া সুন্দরী রূপে
porimoni

পরীমনি আসছেন মহুয়া সুন্দরী রূপে

Share Button

মিডিয়া খবর:-

‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মহুয়া সুন্দরী’ ছবিটি। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। আগামী ২০ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে। রওশন আরা নিপা পরিচালিত এ ছবিটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে।

জানা গেছে, ‘মহুয়া সুন্দরী’ পালা অবলম্বনে নির্মিত হলেও আধুনিক একটি গল্পের সঙ্গে মিলিয়ে এর চিত্রনাট্য তৈরি হয়েছে। পরীমনি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, সুচরিতা ও জয়রাজ। ছবিতে ছয়টি গান রয়েছে। এর সংগীতায়োজন করেছেন ইমন সাহা ও অমিত চট্টোপাধ্যায়।

সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। সাড়ে চার মিনিটের এ ট্রেলারে পুরো ছবির আবহকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে মহুয়ারূপে পরীমনি নিজেকেও মেলে ধরেছেন।

অন্যদিকে গত সপ্তাহে সাইমন ও পরীমনি অভিনীত ?’রানা প্লাজা’ ছবির প্রদর্শনীর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে উচ্চ আদালত। ছবিটি ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল।

Check Also

ferdous-moushumi

ফেরদৌস, মৌসুমী মুক্তিযুদ্ধের ছবি নিয়ে আসছেন

মিডিয়া খবর:- ‘পোস্টমাস্টার ৭১’ ছবির ছবির শুটিংয়ের কাজ প্রায় শেষ.  গানের শুটিং অবশ্য শেষ হয়েছে। …

bhalobasha emone hoy

চিত্র পরিচালক হিসেবে তানিয়া আহমেদের অভিষেক

মিডিয়া খবর:- অভিনেত্রী তানিয়া আহমেদের প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা এমনি হয়’। চিত্র পরিচালক হিসেবে এ চলচ্চিত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares