Home » সাহিত্য » কবিতা » পুনঃশ্চ ——- শায়লা হাফিজ
storm

পুনঃশ্চ ——- শায়লা হাফিজ

Share Button

মিডিয়া খবর :-

মেঘের যতটা গূরু গূরু, ঝড়ের একগুয়ে হুমকি
ভাসাবার মত ছিল না সঞ্চিত তান্ডব
ছিল না ভাবনার দায়
খন্ড মেঘ যেমন, জড়ো হয়ে হয়ে বৃষ্টির মিছিল
মেঘলা অবয়বে থেকে গেছে জল শূন্যতার অন্তর
ভাবনার দায় নেয়নি কেউ

অঙ্গীকারে বাজেনি কোনো ঢাক
ছিল না কথার আড়ম্বর
অনুভব ভেবেছিল
মেঘের মায়া ভেজাবে আয়ু অবধি !
তবু
কেউ নেয়নি ভাবনার দায়
ভুমিকা থেকে মালভূমি অবধি রয়ে গেছে বিস্তর ফারাক

শুধু আর একবার কিসের খোঁজে !
প্রগাঢ় বিশ্বাসে
শেষ বাজি ধরতে গিয়ে ……

এলোমেলো বিস্তারিত
মহত্বের বিবরণ করেছিল অবিরাম অস্থির
সাদামাটা উপসংহারে বিস্ময় জেগেছিল ততটাই
সাধারণ তত্বে……….
ভাবনার দায় তখন ও ছিল না কারো
শেষ করতে হয় তাই শেষ হবার আগেই

পুনঃশ্চ,
এ ভুল,
এ ভাবনার দায় শুধু বয়ে যাওয়া হওয়ার

Check Also

syed shamsul haque

আমার পরিচয়-সৈয়দ শামসুল হক

মিডিয়া খবর :- বাঙালীর আত্মপরিচয় নিয়ে সৈয়দ শামসুল হকের লেখা অসাধারন কবিতা- ‘আমার পরিচয়’ আমি …

SKY

এ এস মাহমুদ খানের কবিতা

মিডিয়া খবর :-     দুঃখ বিলাস মন খারাপের বারন্দায় বসে এই হঠাৎ এমন কেন কিসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares