Home » সঙ্গীত » রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম আলোর নাচন পাতায় পাতায়
Alor-nachon

রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম আলোর নাচন পাতায় পাতায়

Share Button

মিডিয়া খবর:-

প্রকাশিত হল রবীন্দ্র সঙ্গীতের এ্যালবাম ‘আলোর নাচন পাতায় পাতায়’। গোলাম হায়দার ও বিলু সিদ্দিকীর গাওয়া এ্যালবামটি প্রকাশ করেছে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ৯ আগষ্ট রবিবার সন্ধ্যায় এ্যালবামটির মোড়ক উন্মোচিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী তপন মাহমুদ, আমিনা আহমেদ, বিশ্বজিৎ রায় ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া প্রমুখ।

‘আলোর নাচন পাতায় পাতায়’ এ্যালবামে রয়েছে ১০টি গান। উল্লেখযোগ্য গানগুলি হল— ‘এই তো ভাল লেগেছিল’, ‘ওগো শোন কে বাজায়’, ‘বনে যদি ফুটল’, ‘এসো শ্যামল সুন্দর’ ও ‘আমার দোসর যে জন’। এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন ইফতেখার হোসেন সোহেল।

এ্যালবাম প্রসঙ্গে গোলাম হায়দার জানান, ‘আমি ও বিলু সিদ্দিকী অনেক যত্ন নিয়ে গানগুলো গেয়েছি। আমাদের গায়কীতে প্রতিটি গানই শ্রোতাদের ভাল লাগবে।’

 

Check Also

moner ghore prem

বেলাল ও মেরীর ‘মনের ঘরে প্রেম’

মিডিয়া খবর :- নতুন বছরে তরুণ কণ্ঠশিল্পী বেলাল খান এসেছেন তার একটি দ্বৈত গান নিয়ে। …

chowdhury jarafullah

জাহিদ হাসান-জাফরউল্লাহ শরাফতের মিউজিক ভিডিও

মিডিয়া খবর:- পহেলা জানুয়ারী ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে জাহিদ হাসান ও ধারাভাষ্যকর জাফরউল্লাহ শরাফতের মিউজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares