Home » টিভি নাটক » বিটিভির ঈদের নাটকে জাহিদ হাসান
Jahid-Hassan

বিটিভির ঈদের নাটকে জাহিদ হাসান

Share Button

মিডিয়া খবর:-

নাটকের নাম যন্তর-অন্তর। আনিসুল হকের লেখা নাটকটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস। ঈদের জন্য তৈরি এই নাটকে অভিনয় করবেন  জাহিদ হাসান। আরও অভিনয় করছেন রুমানা মালিক মুনমুন ও অরুণা বিশ্বাস।  অনেক বছর পরে বিটিভির নাটকে কাজ করতে যাচ্ছেন তিনি। এত দিন পরে বিটিভির কাজ করা যেন ছেলে বড় হয়ে লন্ডনে পড়তে গেছে। পড়াশোনা শেষে সে অনেক বছর পর আবার দেশে ফিরে এসেছে এমন।  

গল্প নিয়ে জাহিদ হাসান জানালেন, দিন দিন মানুষ প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠছে। এই নির্ভরশীলতা কতটা ভয়ংকর হতে পারে, এটাই দেখানো হবে এই নাটকে। বিটিভিতে সর্বশেষ কাজ ২০০১ সালে হুমায়ূন আহমেদের লেখা নাটক ঘটনা সামান্য। সেটিও ছিল ঈদের নাটক।

জনপ্রিয় এই অভিনেতা এখন ব্যস্ত আছেন ঈদের নাটকের কাজ নিয়ে। সম্প্রতি তিনি মাসুদ সেজানের ফরমাল ইন অ্যাকশন নামের একটি ছয় পর্বের ঈদ ধারাবাহিকের শুটিং শেষ করেছেন। এটি আরটিভিতে দেখানো হবে।

Check Also

monpura

টিভি পর্দায় আবারও চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি

মিডিয়া খবর:- আবারও একসঙ্গে অভিনয় করছেন মনপুরা’ জুটি চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি । নাটকের …

Litu-anam-chadni

লিটু আনাম-চাঁদনীর টিভি নাটক মায়াজাল

মিডিয়া খবর:- মায়াজাল নাটকে জুটিবদ্ধ হলেন লিটু আনাম ও চাঁদনী। লিখেছেন মোহাম্মদ নোমান। আজ বৃহস্পতিবার রাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares