Home » সাহিত্য » কবিতা » শুধুই ভালবেসে – আরিফুল ইসলাম জয়
two-birds

শুধুই ভালবেসে – আরিফুল ইসলাম জয়

Share Button

মিডিয়া খবর :-       -:আরিফুল ইসলাম জয়:-

ভাসা ভাসা মেঘের ভেলায় এসো তুমি পাশে,
মনের ঘরে নেব তোমায় শুধুই ভালবেসে।

হয়নি বলা  মনেরকথা কাছে ডেকে তোমায়,
বলব কথা, যত্ন করে রেখেছি তোমায়।

তুমি আমার স্বপ্নে দেখা প্রভাত বেলার গান,
বৃষ্টির মনে যেমন থাকে মেঘের প্রতি টান।

প্রজাপতির ডানায় তুমি হরেক রকম খেলা,
বৈশাখের দিনে যেমন লাগে মনে মেলা।

তুমি শিশির পাতার ঠোঙায় উপচে পড়া ভীড়,
বাবুই যেমন বানায় বাসা তাদের সুখের নীড়।

তুমি ফুল পাপড়িতে ভরা বসন্তের সং,
মনের মাঝে যেমন লাগে হলি খেলার রং।

তুমি মধ্য দুপুরে   শালিক পাখির স্নান,
সাদা মনে বেলি, যেমন দেয় শুভাসিত ঘ্রাণ।
তুমি মনের রঙিন স্বপ্ন ঐ গোধুলির  শেষে,
বুকের মাঝে নেব তোমায় শুধুই ভালবেসে।

Check Also

sundarban

কয়লা

মিডিয়া খবর :-   -: মোহাম্মদ সজল রহমান :- সকালে ঘুম ভঙেছেে তার যন্ত্ররের যন্ত্রণায় শান্তি …

Bangladesh

কপোতাক্ষ নদ -মাইকেল মধুসূদন দত্ত

মিডিয়া খবর :-  সতত, হে নদ তুমি পড় মোর মনে সতত তোমার কথা ভাবি এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares