Home » চলচ্চিত্র » যুক্তরাষ্ট্রে ছুঁয়ে দিলে মন নিয়ে শুভ
Arefin shuva

যুক্তরাষ্ট্রে ছুঁয়ে দিলে মন নিয়ে শুভ

Share Button

মিডিয়া খবর:-

একটানা শুটিং ও ছবি রিলিজ করে ক্লান্ত চিত্রনায়ক আরিফিন শুভ বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। মুলত: নিজেকে চাঙ্গা করতে তার এ সফর। কিন্তু ব্যস্ততা যেন পিছু ছাড়ছে না। যুক্তরাষ্ট্রে ‘ছুঁয়ে দিলে মন’ রিলিজ হচ্ছে। সেখানে নানাভাবে ছবির প্রচারে জড়িয়ে পড়েছেন শুভ। এরই মধ্যে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। সেখানে প্রবাসী বাঙালি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ছুঁয়ে দিলে মন’ ও নিজের অন্যান্য কাজ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

শিহাব শাহিন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ বাংলাদেশে রিলিজ পায় এবং নানা মহলে প্রশংসিতও হয়। ভিন্নধারার ছবি বলে ব্যবসাও মন্দ হয়নি। ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন জাকিয়া বারী মম।

শুভ যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘জেদি’ ছবির শুটিংয়ে অংশ নেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত ইশারা। শুভ এখন তার শিল্পী হিসেবে নতুনদের প্রাধান্য দিচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত তানহা তাসনিয়া।

চলতি বছর শুভ অভিনীত দুটি ছবি রিলিজ পেয়েছে। একটি শিহাব শাহিনের ‘ছুয়ে দিলে মন’। অপরটি সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’

Check Also

ferdous-moushumi

ফেরদৌস, মৌসুমী মুক্তিযুদ্ধের ছবি নিয়ে আসছেন

মিডিয়া খবর:- ‘পোস্টমাস্টার ৭১’ ছবির ছবির শুটিংয়ের কাজ প্রায় শেষ.  গানের শুটিং অবশ্য শেষ হয়েছে। …

bhalobasha emone hoy

চিত্র পরিচালক হিসেবে তানিয়া আহমেদের অভিষেক

মিডিয়া খবর:- অভিনেত্রী তানিয়া আহমেদের প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা এমনি হয়’। চিত্র পরিচালক হিসেবে এ চলচ্চিত্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares