Home » মঞ্চ » আজ শিল্পকলা একাডেমিতে ঠাকুর ঘরে কে রে

আজ শিল্পকলা একাডেমিতে ঠাকুর ঘরে কে রে

Share Button

মিডিয়া খবর :-

আজ সন্ধ্যে  ৭ :০০ টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হবে নাটক  ঠাকুর ঘরে কে রে।

ইউরোপ এর মঞ্চ নাটকের অস্কার খ্যাত  “মলিয়্যের ” পুরস্কার প্রাপ্ত মার্ক ক্যামলতি রচিত ‘ডোন্ট  ড্রেস ফর ডিনার ‘ এর অনুদিত “ঠাকুর ঘরে কে রে…!! ‘ এর অনুবাদ ও নির্দেশনায় রয়েছেন আল নোমান। বিভিন্ন চরিত্রে চরিত্রায়ন করেছেন – আল নোমান, মনিষা অরচি, মাহবুব, শ্যামল,  রিংকু
ও কথা ।

স্যামুয়েল ফন্দি করে তার স্ত্রী জ্যাকলিনকে মায়ের বাড়ি পাঠিয়ে তার বান্ধবী মডেল ও অভিনেত্রী সুজেনকে (যার ডাক নাম সুজি) নিয়ে নিজের বাড়িতে বান্ধবীর জন্মদিন উদযাপন করবে এবং দুইদিন একসংগে কাটাবে!
স্ত্রীর হাতে ধরা পড়ে গেলে যেন বাঁচতে পারে, কৌশল হিসেবে সে তার পুরোণো বন্ধু প্যাট্রিক কে হং কং থেকে আনিয়ে নেই! এবং রান্নার জন্যে  এজেন্সি থেকে সুজিত নামের এক মহিলা বাবুর্চি ভাড়া করে যার ডাক নামও সুজি।
যেই জ্যাকলিন মায়ের বাড়ি যাবার জন্যে বের হবে, তক্ষুনি পর পর দু’বার  ফোন আসে। প্রথম ফোনে সে জানতে পারে যে স্যামুয়েল তাকে না জানিয়ে বাবুর্চি অর্ডার করেছে এবং দ্বিতীয়টাতে জানে যে স্যামুয়েল তার পুরোণো বন্ধু প্যাট্রিককেও হংকং থেকে আনিয়ে নিয়েছে জ্যাকলিনকে না জানিয়ে, যে কিনা আবার জ্যাকলিনের পুরোণো প্রেমিক!
জ্যাকলিন স্যামুয়েল এর দুরভিসন্ধি বুঝতে পারে এবং তার মাকে ফোন করে যাওয়া বাতিল করে দিয়ে এই খেলায় উল্টো চাল দেয়!
আকাশ ভেংগে পড়ে স্যামুয়েল এর মাথায় !
এদিকে একে একে এসে পড়ে বাবুর্চি সুজি,প্যাট্রিক ও মডেল সুজি!
দম ফাটানো নানান কান্ড ঘটাতে থাকে একে অন্যের সাথে নিজের কু-মতলব হাসিলে…..!!!
এইভাবেই এগিয়ে যায় “ঠাকুর ঘরে কে রে….!! “

মহান মুক্তিযুদ্ধের বীর গেরিলা মুক্তিযোদ্ধা ক্যান্সারাক্রান্ত আলমতাজ বেগমের চিকিৎসা সহযোগিতায় “নাটুকে থিয়েটার গ্রুপ ” ও তাদের শাখা সংগঠন “থিয়েটারক্যানফান্ড ” এর যৌথ আয়োজনে নাটুকে মঞ্চায়ন করবে তাদের দর্শকনন্দিত ফরাসী কমেডি নাটক “ঠাকুর ঘরে কে রে…..!!! “!

thakur-ghore-kere

Check Also

আজ নাটক কঞ্জুসের ৬৯০ তম মঞ্চায়ন

মিডিয়া খবর :- ৭০০ তম মঞ্চায়নের পথে এগিয়ে চলেছে হাসির নাটক কঞ্জুস। আজ নাটকটির ৬৯০ …

সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘শিখণ্ডী কথা’

মিডিয়া খবর:  হিজলতলী গ্রামে বাড়ি রমজেদ মোল্লার। তার পরিবারে জন্ম হয় রতন মোল্লার। কিন্তু বয়ঃসন্ধিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares