Home » মঞ্চ » আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার
ferdousi majumder

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

Share Button

মিডিয়া খবর:-

দুই দশক পূর্তি উপলক্ষে নাগরিক নাট্যাঙ্গন আয়োজন করছে আট দিনের নাট্যোৎবের। এ উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। ২০ থেকে ২৮ মে জাতীয় নাট্যশালার মূল মঞ্চে এ উৎসব চলবে।

উৎসবে থাকবে ঢাকার পাঁচটি এবং ভারতের দুটি দলের পরিবেশনা। এগুলো হচ্ছে ঢাকা থিয়েটার, সময়, নাগরিক নাট্যাঙ্গন, লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী), পদাতিক নাট্যসংসদ, ভারতের নয়ে নাটুয়া ও আভাস। প্রাচ্য ও পাশ্চাত্যের দুই নাট্যকার শম্ভু মিত্রের ১০০ ও উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫০ বছর স্মরণে নিবেদন করা হচ্ছে এ উৎসব।

উৎসবের প্রথম দিন অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে দেওয়া হবে আজীবন সম্মাননা। এ ছাড়া নাগরিক নাট্যাঙ্গনের নাটক প্রাগৈতিহাসিক-এর শততম মঞ্চায়নও হবে এ উৎসবে। এ উপলক্ষে মঞ্চে শতবার অংশ নেওয়ার জন্য নির্দেশনায় লাকী ইনাম, নাট্যকার হিসেবে মাহমুদুল ইসলাম সেলিম, আলোক পরিকল্পনায় মো. জসীম উদ্দীন, মঞ্চ ও শিল্প নির্দেশনায় সাজু খাদেম, শতবার মঞ্চে অভিনয়ের জন্য হৃদি হক, প্রলয় জামান ও কামরুজ্জামান রনি পদক পাচ্ছেন।

Check Also

boubosonti

শিল্পকলায় উদীচীর নাটক বৌবসন্তি

মিডিয়া খবর :- আজ ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত …

লোক নাট্যদলের উৎসব ৫ জুলাই থেকে

মিডিয়া খবর :- ৮টি নাটক নিয়ে উৎসবের আয়োজন করেছে লোকনাট্য দল। আগামী ৫ জুলাই লোক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares