Home » চলচ্চিত্র » শঙ্কায় পরীমনি
porimoni

শঙ্কায় পরীমনি

Share Button

মিডিয়া খবর:-

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়েছেন। এ পর্যন্ত তার ‘ভালোবাসা সীমাহীন’ ও ‘পাগলা দিওয়ানা’ নামের দুইটি ছবি মুক্তি পেয়েছে। ছবি দুইটির একটিও সফলতার মুখ দেখেনি। 

গত ২৭ ফেব্রুয়ারি ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে পরীমনির রুপালি পর্দায় অভিষেক ঘটে। ছবিটি প্রেক্ষাগৃহে সাড়া জাগাতে সক্ষম হয়নি। এরপর গত ৩ এপ্রিল মুক্তি পায় তার দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’। এই ছবিটিও দর্শকদের মন জয় করতে পারেনি। পরীমনি ইতোমধ্যেই ৩০টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনার শীর্ষে চলে এসেছেন। কিন্তু মুক্তিপ্রাপ্ত ছবিগুলো ব্যবসা সফল না হওয়ায় তার ক্যারিয়ারে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়েছে।

পরীমনি বর্তমানে এসএ হক অলীক পরিচালিত ‘আরও ভালোবাসব তোমায়’ ছবির শুটিং করছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান।

Check Also

ek-prithibi-prem

এক পৃথিবী প্রেম মুক্তি পেছাল কারণ চলছে আয়নাবাজী

মিডিয়া খবর :- আয়নাবাজী ছবির জন্য এক পৃথিবী প্রেম মুক্তি পিছিয়ে গেল। আবারো মুক্তির ঘোষণা দেয়ার পরও …

child

শুরু হচ্ছে শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব

মিডিয়া খবর :-  ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শেখ রাসেল জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares