Home » সাহিত্য » ছড়া » ভেজাল – সুকান্ত ভট্টাচার্য
akash

ভেজাল – সুকান্ত ভট্টাচার্য

Share Button

মিডিয়া খবর :-

ভেজাল, ভেজাল ভেজালরে ভাই, ভেজাল সারা দেশটায়
ভেজাল ছাড়া খাঁটি জিনিষ মিলবে নাকো চেষ্টায়!
ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা
`কৌন ছোড়ে গা ভেজাল ভেইয়া, ভেজালসে হ্যায় ফয়দা।’
ভেজাল পোশাক ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা
ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা।
ভেজাল কথা— বাংলাতে ইংরেজী ভেজাল চলছে
ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে।
`খাঁটি জিনিষ’ এই কথাটা রেখো না আর চিত্তে
`ভেজাল’ নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে।
কলিতে ভাই `ভেজাল’ সত্য ভেজাল ছাড়া গতি নেই
ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই॥

Check Also

syed shamsul haque

আমার পরিচয়-সৈয়দ শামসুল হক

মিডিয়া খবর :- বাঙালীর আত্মপরিচয় নিয়ে সৈয়দ শামসুল হকের লেখা অসাধারন কবিতা- ‘আমার পরিচয়’ আমি …

SKY

এ এস মাহমুদ খানের কবিতা

মিডিয়া খবর :-     দুঃখ বিলাস মন খারাপের বারন্দায় বসে এই হঠাৎ এমন কেন কিসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares