Home » চলচ্চিত্র » সাইমন-পরীর ‘কত স্বপ্ন কত আশা’
porimoni

সাইমন-পরীর ‘কত স্বপ্ন কত আশা’

Share Button

মিডিয়া খবর:-

চতুর্থবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন সাইমন-পরী। অকিল আহম্মেদের পরিচালনায় কত স্বপ্ন কত আশা চলচ্চিত্রের মাধ্যমে জুটিবদ্ধ হবেন তারা। ৫ মে, মঙ্গলবার রাতে সাইমন সাদিক কত স্বপ্ন কত আশা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। সিনেমাটি চলতি বছরের ১ ডিসেম্বর, থেকে শুটিং শুরু হবে জানা গেছে।

এ প্রসঙ্গে সাইমন জানান, ‘কত স্বপ্ন কত আশা সিনেমায় আমাকে একজন সহজ সরল প্রেমীক রূপে দেখা যাবে। একটি নিটোল প্রেমের গল্প নিয়ে এ সিনেমা। এর গল্প শুনেই আমার পছন্দ হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

নজরুল ইসলাম খানের রানা প্লাজা, অপূর্ব রানার পুড়ে যায় মন সিনেমায় অভিনয় করেন সাইমন-পরী। সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া নদীর বুকে চাঁদ সিনেমার শুটিং চলতি মাস থেকেই শুরু করবেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান।
 

Check Also

meghkonya

ফেরদৌসের মেঘকন্যা

মিডিয়া খবর:- শেষ হচ্ছে ফেরদৌসের মেঘকন্যা। দীর্ঘ বিরতির পর ‘মেঘকন্যা’র শেষ লটের শুটিং শুরু হতে যাচ্ছে। …

misha sawdagor

নায়ক হয়ে আসছেন মিশা সওদাগর

মিডিয়া খবর:- চলচ্চিত্রে নায়ক হিসাবে অভিষেক হলেও খল চরিত্রাভিনেতা হিসেবে মানুষের মনে স্থায়ী আসন লাভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares