Home » চলচ্চিত্র » ছয় বছর পর ওমর সানী মৌসুমীর রসায়ন
Moushumi-Omor-Sani

ছয় বছর পর ওমর সানী মৌসুমীর রসায়ন

Share Button

মিডিয়া খবর:-

চলচ্চিত্রের একসময়ের সফল জুটি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘদিন মৌসুমী চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত থাকলেওে আড়ালে ছিলেন ওমর সানী। ছয় বছর পর বড় পুনরায় পর্দায়  দেখা যাবে ওমর সানী ও মৌসুমী জুটিকে।

প্রয়াত পরিচালক বেলাল আহমেদের ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই জুটি। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি খুব শিগগির মুক্তি পাবে বলে জানা গেছে।

মৌসুমী বলেন, ‘নতুন করে সানীর [ওমর সানী] রসায়ন দেখতে পাবেন দর্শক।’ ওমর সানী বলেন, ‘অর্ধযুগ পর মৌসুমীর সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। এখন দেখা যাক কি হয়।’ সর্বশেষ ২০০৯ সালে শাহীন সুমনের ‘সাহেব নামে গোলাম’ চলচ্চিত্রে কাজ করেছিলেন তারা।

Check Also

রীনা ব্রাউন

মুক্তি পাচ্ছে রীনা ব্রাউন

মিডিয়া খবর:- আগামী ১৩ জানুয়ারি শুক্রবার স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে চলচ্চিত্র …

Nusrat-Faria

শুভ ও নুসরাত ফারিয়ার ধ্যাৎতেরিকি

মিডিয়া খবর :-  সব প্রতিক্ষার অবসান শেষে এবার শুটিং শুরু হল আরেফিন শুভ ও নুসরাত ফারিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares