Home » নিউজ » বাংলাদেশ পথনাটক পরিষদ প্রকাশিত বইয়ের প্রকাশনা উৎসব

বাংলাদেশ পথনাটক পরিষদ প্রকাশিত বইয়ের প্রকাশনা উৎসব

Share Button

মিডিয়া খবর:-

বাংলাদেশ পথনাটক পরিষদ প্রকাশিত ‘বাংলাদেশের পথ নাটক’ বইয়ের প্রকাশনা উৎসব ১১ এপ্রিল ২০১৫, শনিবার, বিকেল ৫টা, মুক্তিযুদ্ধ যাদুঘর, সেগুনবাগিচা, ঢাকা। বাংলাদেশ পথনাটক পরিষদ সকলকে নিমন্ত্রন জানিয়েছে।

এই নাটকের বইটিতে বাংলাদেশের ২৮জন নাট্যকারের ২৮টি নাটক রয়েছে। যাদের নাটক এই বইটিতে প্রকাশিত হয়েছে তাঁরা হলেন:

* মমতাজ উদদীন আহমদ- নাটক: বর্ণচোরা
* আবদুল্লাহ আল-মামুন- নাটক: কুরসী
* মামুনুর রশীদ- নাটক: নীলা
* সেলিম আল-দীন – নাটক: চর কাঁকড়া
* জিয়া হায়দার- নাটক: স্মৃতি’ ৭১
* মিলন চৌধুরী- নাটক: যায় দিন ফাগুনো দিন
* এস এম সোলায়মান- নাটক: খ্যাপা পাগলার প্যাঁচাল
* লিয়াকত আলী লাকী -নাটক: রয়েল বেঙ্গল টাইগার
* মান্নান হীরা – নাটক: খেঁকশিয়াল
* মলয় ভৌমিক- নাটক: চৌরাস্তা
* নিরঞ্জন অধিকারী- নাটক: রাজাকারের কেচ্ছা
* মাসুম আজিজ- নাটক: মাদারীকা খেইল
* তৌফিক হাসান ময়না- নাটক: যুদ্ধ স্বাধীনতা
* মাসুম রেজা- নাটক: কাকলাস
* তপন দাশ- নাটক: রিসার্চ
* রফিকুল আলম- নাটক: নতুন প্রজন্ম
* কাজী রফিক- নাটক: ট্রাইব্যুনাল
* দীপক চৌধুরী- নাটক: গণ আদালত
* হাবিবুল ইসলাম হাবিব- নাটক: ব্যারিকেড চারিদিক
* অলোক বসু- নাটক: খবিশনামা
* আবদুল হালিম আজিজ- নাটক: ঘাতক
* ম.আ. সালাম- নাটক: জোড়াতালি
* শহিদুল হক খান শ্যানন- নাটক: কানার হাটবাজার
* আসাদুল ইসলাম- নাটক: দ্য ম্যাড
* সঞ্জীবন শিকদার- নাটক: কৈবল্য
* লিজা আসমা- নাটক: আবারও বাংলাদেশ
* সগীর মোস্তফা- নাটক: বিষ বৃক্ষের রক্ত
* অভীক ওসমান- নাটক অবশেষে জেনারেল

Check Also

nano setalite

বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে

মিডিয়া খবর:- ‘ব্র্যাক অন্বেষা’ এখন মহাকাশে অবস্থান করছে। বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ বা ন্যানো …

azam khan

সে থাকে মোর অন্তরে- পপসম্রাট আজম খান

মিডিয়া খবর:- পপসম্রাট আজম খানের মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares