Home » চিত্রকলা » চলচ্চিত্র পরিচালক তানিয়া আহমেদ
taniaex

চলচ্চিত্র পরিচালক তানিয়া আহমেদ

Share Button

চলচ্চিত্র পরিচালক তানিয়া আহমেদ

ঢাকা, ২৬ এপ্রিল:-

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ এবার চমক নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের জন্য। এর সেই চমক হল এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে  নিজেকে আত্মপ্রকাশ ঘটাচ্ছেন তিনি। গুড মর্নিং লন্ডন শিরমানের একটি ছবি পরিচালনা করবেন তিনি। ছবিটি প্রযোজনা করবে জনপ্রিয় প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম। রায়হান খানের কাহিনী ও চিত্রগ্রহণে ছবির শুটিং শুরু হবে জুন থেকে।

মডেলিংকরেছেন শুরুতে। তারপর দীর্ঘদিন অভিনয় করেছেন। সুঅভিনেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছেন। প্রথমবারের মতো তিনি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন।

তবে এখনো চলচ্চিত্রের জন্য অভিনয়শিল্পী চূড়ান্ত করেননি তানিয়া। ভাবনায় আছেন অনেকে। তিনি বর্তমানে ব্যাংকক রয়েছেন শুটিংয়ে। দেশে ফিরে অভিনয় শিল্পী চূড়ান্ত করে চলচ্চিত্রের ঘোষণা দেবেন।

Check Also

MAKSUDA-IQBAL

বেঙ্গলে মাকসুদা ইকবাল নীপার ক্রোমাটিক ডিলিউশান্স

মিডিয়া খবর:- ৩১ অক্টোবর বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে শিল্পী মাকসুদা ইকবাল নীপার “ক্রোমাটিক ডিলিউশান্স” …

novera-art-pre

নভেরা আহমেদের শিল্পকর্মের প্রদর্শনী

মিডিয়া খবর:- ৭ অক্টোবর বুধবার জাতীয় জাদুঘরে শুরু হয়েছে বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ …

Shares