Home » চলচ্চিত্র » সাড়া জাগাতে আসছে ছুঁয়ে দিলে মন
chuye-dile

সাড়া জাগাতে আসছে ছুঁয়ে দিলে মন

Share Button

মিডিয়া খবর:-

১০ এপ্রিল আসছে মম আরেফিন শুভ অভিনীত চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। এশিয়াটিক এর প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ পরিচালনা করেছেন শিহাব শাহীন। ‘ছুঁয়ে দিলে মন’ প্রযোজনা করেছে ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং।

ছোটপর্দার সফল পরিচালক শিহাব শাহীনের কাছে সকলের প্রত্যাশাটাও একটু বেশী। প্রত্যাশা একটি ভালো চলচ্চিত্রের। মুক্তি পাবার আগেই ছুয়ে দিলে মন যে ধরনের প্রচার প্রচারনা এবং দর্শকের আগ্রহ সৃষ্টি হয়েছে তাতে আশা করা যায় ছবিটি দর্শক হৃদয় ছুঁয়ে যাবে। 

ইতোমধ্যে ২৯ নভেম্বর ‘ছুঁয়ে দিলে মন’ এর গানের অডিওসিডি প্রকাশিত হয়েছে অভাবনীয় সফল্য পেয়েছে গানগুলি। দর্শক বেশ পছন্দ করেছে গানগুলো। এতে গান থাকছে ৬টি। ‘ভালবাসা দাও ভালবাসা নাও’ শিরোনামের গানটি লিখেছেন মারজুক রাসেল। অন্য গানগুলো লিখেছেন সাজু খাদেম, শাহান কবন্ধ, সিরাজুম মনির ও সোমেশ্বর অলি। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ ও সাজিদ সরকার।

সম্প্রতি ধ্বণিচিত্র এক সাংবাদিক প্রীতি মিলন অনুষ্ঠানে এ চলচ্চিত্র নিয়ে আশাবাদ ব্যক্ত করে এশিয়াটিক ইএক্স পির এক্সিকিউটিভ ডিরেক্টর তাহমিন সা্ঈদ বলেন “ আমরা এ ছবির প্রচারনার জন্য নানা পরিকল্পনা করেছি যাতে সাধারন দর্শক হলে গিয়ে ছবিটি দেখে।”

ছবির নায়ক আরেফিন শুভ বলেন, “ অনেক কষ্ট করে আন্তরিকতার সাথে কাজটি করেছি। দর্শকের চোখ দিয়ে নিজেদের কাজকে সাজিয়েছি।”

মম বলেন, ‘নির্মাণশৈলী, গান, অভিনয় সবকিছুতেই ভিন্ন রকম কিছু দেখবেন দর্শক। সবাইকে শুধু বলব সিনেমা হলে এসে দেখুন। আপনাদের প্রত্যাশা পূরণ হবে।’

পরিচালক শিহাব শাহীনতার প্রথম ছবির জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। সামাজিক প্রেমের গল্পের ছবি ‘ছুঁয়ে দিলে মন’ সবার ভালো লাগবে আশাবাদ ব্যক্ত করেছেন।

‘ছুঁয়ে দিলে মন’ এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জাকিয়া বারী মম। এ ছাড়া রয়েছেন ইরেশ যাকের, মিশা সওদাগর, আলীরাজ, নওশাবা প্রমুখ।

chuyr-d

Check Also

ek-prithibi-prem

এক পৃথিবী প্রেম মুক্তি পেছাল কারণ চলছে আয়নাবাজী

মিডিয়া খবর :- আয়নাবাজী ছবির জন্য এক পৃথিবী প্রেম মুক্তি পিছিয়ে গেল। আবারো মুক্তির ঘোষণা দেয়ার পরও …

child

শুরু হচ্ছে শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব

মিডিয়া খবর :-  ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শেখ রাসেল জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares