Home » সাহিত্য » কবিতা » পূণ্য বৃত্তান্ত – প্লাবণ ইমদাদ

পূণ্য বৃত্তান্ত – প্লাবণ ইমদাদ

Share Button

মিডিয়া খবর:-       -:প্লাবণ  ইমদাদ:-
 
নক্ষত্র-টত্র দেখোনা,
ওসব বাসি বৃষ্টির কথা ভুলে যাও।
বরং বর্ণমালা জবাই করে ধৌত কর
পাপিষ্ট অন্তর।
পাপ আজ চারপাশে,
চোখে পাপ, হাতে পাপ,
নিউরনের অলিতে গলিতে কেবল পাপের তীব্র আনাগোনা।
তুলিতে ও ক্যানভাসে পাপ,
দুরন্ত সাটার স্পিড আর ফ্রেমে বন্দি পাপ।
বারান্দার বৃষ্টিতে স্নানরত বালিকা পাপ,
চুম্বনে ও আলিঙ্গনে পাপ,
নখ আর নেলপলিশের আস্তরনে পাপ।
বেথোভেন আর ঠুমরিতে পাপ,
তবলার কাহারবাতে পাপ,
বেহালার তারের কম্পনে পাপ,
উচ্চারিত বাক্যাবলিতে পাপ।
কেবল পুত:পবিত্র চাপাতির গা জুড়ে
টুপটুপ করে ঝরে পড়া
পাপিদের লোহিত কণিকা,
বড্ড পূন্যময় ফু দিয়ে নিভিয়ে দেয়া
মানুষের প্রাণশিখাটুকো।
পূন্য কেবল
টুটি চেপে ধরে থাকা দানবের পদতলে অতল কূর্ণিশে।
স্বর্গের দ্বার খোলা কেবল ঠোটযুগল সেলাই করে নিলে
কতিপয় প্রেসকাইপ্ট সুতোয়।
চলুন বখতিয়ারের মত করে জ্বালিয়ে দিই
অন্তরের প্রত্যেকটি নালন্দা,
চলুন হস্তযুগলে পেরেক মেরে প্রার্থনায় রত হই
পাপ মোচনের।
আমাদের ঠোট, হাত এমনকি আমাদের নিউরনের অলিগলি
ধৌত করি মুশরিকের রক্তে।
বৃষ্টিকে পাঠিয়ে দিই শেষ চিঠি
আর চন্দ্রকে শেষ টেলিগ্রাম,
তাতে বলে দিই,
এ সম্প্রদায় আজ পাপমোচনে মত্ত,
জোস্না বিহার আর বৃষ্টিবিলাস
বিদায়,
এ গ্রহের আজ বড্ড পূণ্যের ক্ষুধা।
 

Check Also

moon

তুমি যে আছো বলেই-এ এস মাহমুদ খান

মিডিয়া খবর:-      -:এ এস মাহমুদ খান:- তুমি যে আছো বলেই জোনাকি জ্বালে বাতি …

তাহলে আবার ভয় কিসের !

মিডিয়া খবর:- আমার বিয়েটা প্রেম করে বিয়ে। লদকা লদকি টাইপ প্রেম না, ঝগড়ুটে প্রেম ! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares