Home » মঞ্চ » শুরু হচ্ছে দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব

শুরু হচ্ছে দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব

Share Button

মিডিয়া খবর:-

শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব’ শিরোনামের আন্তর্জাতিক নাট্যোৎসব। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করছে এই উৎসবের। ১২ মার্চ বৃহস্পতিবার থেকে এই উৎসবটি শুরু হবে। চলবে ২১ মার্চ পর্যন্ত।

আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ জানান, এবারের উৎসবে ৪টি বিদেশী নাট্যদলসহ বাংলাদেশের প্রায় ২৩টি নাট্যদল অংশগ্রহণ করবে। নাট্যোৎসবের প্রদর্শনীসমূহ জাতীয় নাট্যশালার মূল হল, পরীক্ষণ থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ‘সহিংসার বিরুদ্ধে নাটক’ এবং ‘নাটক : শিল্পের প্রত্যুত্থান’ শিরোনামে নাট্য বিষয়ক দু’টি সংলাপের আয়োজন করা হবে উৎসবে।

Check Also

আজ নাটক কঞ্জুসের ৬৯০ তম মঞ্চায়ন

মিডিয়া খবর :- ৭০০ তম মঞ্চায়নের পথে এগিয়ে চলেছে হাসির নাটক কঞ্জুস। আজ নাটকটির ৬৯০ …

সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘শিখণ্ডী কথা’

মিডিয়া খবর:  হিজলতলী গ্রামে বাড়ি রমজেদ মোল্লার। তার পরিবারে জন্ম হয় রতন মোল্লার। কিন্তু বয়ঃসন্ধিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares