Home » চলচ্চিত্র » বিপাশার সঙ্গে চার প্রবীণ
item

বিপাশার সঙ্গে চার প্রবীণ

Share Button

মিডিয়া খবর:-

আইটেম গানে অংশ নিলেন এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত এবং আমিরুল হক চৌধুরী। বিএফডিসির জসিম ফ্লোরে নির্মাতা এসএ হক অলিকের ‌‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের আইটেম গানে বিপাশা কবিরের নাচের সঙ্গী হয়েছেন এই চার প্রবীণ অভিনতো। 

এসএ হক অলিকের লেখা এবং মিমির গাওয়া ‘ওরে ওরে ওরে আমার পিঁপড়া পিছে লেগেছে’ শিরোনামের এই গানে সঙ্গে নেচেছেন তারা। মঙ্গলবার শেষ হয়েছে এই আইটেম গানের শুটিং।

চলচ্চিত্রের শুটিং প্রসঙ্গে এসএ হক অলিক জানান, এই সপ্তাহেই বান্দরবান ও কক্সবাজারে শুটিং করতে যাবে ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের টিম। ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে আছেন নতুন জুটি আসিফ-আইরিন।

চলচ্চিত্রটির প্রথম ও দ্বিতীয় লটের শুটিং হয় এফডিসি ও গাজীপুর মাওনার একটি বৃদ্ধাশ্রমে। ৩ জানুয়ারি শুরু হয়েছে তৃতীয় লটের শুটিং।

অলিক বলেন, ‘মূলত বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন ও তাদের অনুভূতিই এ ছবির গল্পের প্রেক্ষাপট। পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেম।’

‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রে চিত্রনাট্যের পাশাপাশি ছয়টি গান লিখেছেন এসএ হক অলিক। গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মিলন মাহমুদ ও পড়শি। এ ছাড়া হাবিব ওয়াহিদ ও হৃদয় খান নিজেদের সুর করা গানে কণ্ঠ দিয়েছেন।

Check Also

one-way-1

মুক্তির পথে ওয়ান ওয়ে

মিডিয়া খবর:- আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’ ছবিটি। গতকাল ঢাকার …

arefin-shuvo,-nusrat-faria

আরেফিন শুভ-ফারিয়ার নতুন ছবি ধেৎতেরিকি

মিডিয়া খবর:- প্রেমী ও প্রেমীর শুটিং শেষ হতে না–হতেই আরেফিন শুভ-ফারিয়া জুটি চুক্তিবদ্ধ হলেন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares