Home » সাহিত্য » কবিতা » আমার বদলে যাওয়া আমি

আমার বদলে যাওয়া আমি

Share Button
মিডিয়া খবর :-                    -: হাসান কামরুল:-

অনেক কিছু দখল হয়ে গেছে গোপনে বা প্রকাশ্যে
সন্ধায় ঘরে ফেরার আগেও দেখে এসেছি
সরকারী বেতঝোপ,পরদিন সকালে সেখানেই দেখেছি
অচেনা লোকের ঘরবাড়ি। রাতারাতি দখল হয়েছে প্রিয়
শালবন, চরের জমি, স্রোতস্বিনী তুরাগ চোখের সামনেই
অথচ কিছুই দখল করতে পারিনি। প্রাচীন নাগলিঙ্গমের
গাছ, শহীদ মিনারের কাছে তালগাছ তলা, রাজবাড়ির মাঠের
পূর্ব উত্তর কোনা-কোনটাই নয়। খুব প্রিয় এই জায়গাগুলোতে
অচেনা মানুষের ভিড়। ওরা নিজের করে নিয়েছে
জায়গাগুলো। দখল চেয়েছিলাম একজন নারীর,
বলেছিল, “থাক না এভাবেই। গভীরে কোথাও,  সঙ্গোপনে”
“থাক তবে”, বলে চলে এসেছিলাম।

প্রিয়তমা অন্যের দখলে, স্বাস্থ্যবতী
নধর শরীরের সুখি সুখি চেহারার মানুষ। কে বলবে,
এই মানুষটাই একদিন প্রতিশ্রুতি আদায়
করেছিল, যেন ছেড়ে না যাই! দেখা হল
ক’দিন আগে রেলস্টেশনে,
-কি কর এখন?
-কবিতা লিখছি ঘোরাঘুরির ফাঁকে
-চাকরি?
-ছেড়েছি, ভালো লাগে না।
-কিভাবে চলে?
-এইতো, যেভাবে চলছি, সে ভাবেই।
-বিয়ে?
-হ্যাঁ, কবিতাকে।
-এমন কেন তুমি ? বদলাবে না কোনদিন?
-বদলেছি তো ! অনেক বদলে গেছি। সম্মুখ সমরে যাওয়ার
মতো সাহস হয়নি আমার, এখন আমি জনতার মিছিলে
যাই, গোপনে সাঁটাই পোস্টার দেয়ালে দেয়ালে। এ বদলে যাওয়া নয়?

চলে গেল সে এরপর।
যেতেই হতো। এসে গেল ট্রেন
আমার মনে হল আরও কিছু বলা উচিত। আমি
চেয়েছিলাম, সে চলে যাওয়ার পরও দখলদারদের বিরুদ্ধে
দাঁড়াতে পারিনি। মিছিলে গেলেও স্লোগান তুলি না। তাঁদের
বিচার দাবী করিনি। শুধু গোপনে দেয়ালে সাঁটানো পোস্টারে স্লোগান
লিখে দেই আমি,“আমার প্রকৃতি এবং নারী ফেরত দাও”।
rafiq-azam-paintings 

Check Also

moon

তুমি যে আছো বলেই-এ এস মাহমুদ খান

মিডিয়া খবর:-      -:এ এস মাহমুদ খান:- তুমি যে আছো বলেই জোনাকি জ্বালে বাতি …

তাহলে আবার ভয় কিসের !

মিডিয়া খবর:- আমার বিয়েটা প্রেম করে বিয়ে। লদকা লদকি টাইপ প্রেম না, ঝগড়ুটে প্রেম ! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares