Home » চলচ্চিত্র » তমা মির্জার মিশন আমেরিকা
toma

তমা মির্জার মিশন আমেরিকা

Share Button

মিডিয়া খবর:- 

বছরের শুরু যদি হয় বিদেশ যাত্রা দিয়ে তাহলে সারাবছর হয়তো বিদেশযাত্রা থাকবে ভাগ্যে। প্রচলিতভাবে আমরা এইরকমই ভাবি।   
তমা মির্জার আগামী বছরটা শুরু হবার কথা তাঁর আমেরিকা মিশন দিয়ে। তাহলে ধরে নেয়া যায় সারাবছরই বিদেশ ভ্রমন আছে তার ভাগ্যে। কারণ তমা মির্জার নতুন ছবির নাম মিশন আমেরিকা। ছবিটির কাজ শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। পরিচালক আশিকুর রহমান জানিয়েছেন, পুরো ছবির শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরই তমা মির্জার চারটি ছবি মুক্তি পাবে। তমার ভাষায়, ‘২০১৫ সালটা আমার জন্য শুভ হবে। এক বছরে যদি চারটি ছবি মুক্তি পায়, তাহলে এটা আমার জন্য সুখবর ছাড়া আর কী!’

২০১৫ সালেই অ্যাকশন থ্রিলারধর্মী এ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।  তমা অভিনীত বয়ফ্রেন্ড ভার্সেস গার্লফ্রেন্ড ছবিটির অর্ধেক কাজ শেষ হয়েছে এরমধ্যে। তিনি জানান, ছবির বাকি অংশের কাজের জন্য আগামী মাসেই ব্যাংকক যাচ্ছেন তিনি। আগামী বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক ফয়েজুল ইসলাম।

এদিকে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ছবি লাভলীর একটি গান বাদে বাকি কাজ শেষ। আগামী বছর যেকোনো উৎসবে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানান তমা। লাভলী ছবিতে তমার বিপরীতে আছেন আরিফিন শুভ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে শাহনেওয়াজ কাকলীর নদীজন ছবিটি। ২০১৫ সালের মার্চ-এপ্রিলে ছবিটি মুক্তি পেতে পারে।

তমা বলেন, ‘বছরে যদি একটি ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারি, তাতেই আমি সার্থক। সেখানে আমার চারটি ছবি মুক্তির পথে। আমি নিশ্চিত করে বলতে পারি, চারটি ছবিই দর্শক পছন্দ করবে।

Check Also

ek-prithibi-prem

আসছে এক পৃথিবী প্রেম

মিডিয়া খবর:- এক পৃথিবী প্রেম ১২ আগস্ট মুক্তির কথা ছিল। কিন্তু মুক্তি পায়নি ছবিটি। নতুন করে …

mostofa-sarwar-faruki

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি হলি বেকারি

মিডিয়া খবর:- নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষনা দিলেন নতুন সিনেমা নির্মাণের। ছবিটি নির্মাণ করবেন ঢাকার গুলশানের হলি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares