মিডিয়া খবর:-
সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে শয্যাশায়ী আছেন আলোকসজ্জাকর্মী আবদুল মালেক। মঞ্চনাটকের সঙ্গে দীর্ঘদিন জড়িত আছেন তিনি। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন বিরাট অঙ্কের টাকা। পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব না। আবদুল মালেকের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার জন্য তাঁর পাশে এসে দাঁড়িয়েছে লোক নাট্যদল (বনানী)।
আজ শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে লোক নাট্যদল (বনানী) পদাবলি যাত্রা সোনাই মাধব-এর চ্যারিটি প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনীর সম্পূর্ণ অর্থ আবদুল মালেকের চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে সোনাই মাধব নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ, সংগীত পরিচালনা করেছেন মোস্তফা আনোয়ার। নাটকটিতে কুশীলব হিসেবে আছেন জাহিদুর রহমান পিপলু, কামরুন নূর চৌধুরী, ইউজিন গোমেজ, জাহিদ চৌধুরী, সায়িক সিদ্দিকী, তৌহিদুল ইসলাম,আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম টিপু, নুরুল ইসলাম খান রতন, হাফিজুর রহমান, আনোয়ার কায়সার, জসিম উদ্দিন খান, বাসুদেব হালদার, মনিলাল হালদার, মোজাম্মেল হক পাপন, সুধাংশু নাথ, তানভীর রাজীব, মিনহাজুল হুদা দীপ, আবদুল আউয়াল খান প্রমুখ।
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে থিয়েটারের (বেইলী রোড) নাটক কুহকজাল।
সমাজের অন্ধকার ও অনাচার দূর করে মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার ওপর এগিয়ে যায় নাটকটির কাহিনী। মাসুম রেজা রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, তানজুম আরা পল্লী, রাশেদ শাওন, জোয়ারদার সাই, গুলশান আরা মুন্নী, তামান্না ইসলাম, তানভীর আহমেদ প্রমুখ।
আজ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় উপস্থাপিত হবে শূন্যনের লাল জমিন।
মান্নান হীরার রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেছেন অভিনেত্রী মোমেনা চৌধুরী। লাল জমিনের সংগীত পরিচালনা করেছেন জুলফিকার চঞ্চল ও রমিজ রাজু। কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রমিজ ও নীলা। আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী এবং আলোক প্রক্ষেপনে সুব্রত মন্ডল।
কস্টিউম ডিজাইন করেছেন ওয়াহিদা মল্লিক জলি এবং তাকে সহযোগিতা করেছেন নীলা মমতাজ। সেট নির্মানে জুয়েল ও সানী।