Home » নিউজ » সাহিত্যিকদের হাতে সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার

সাহিত্যিকদের হাতে সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার

Share Button

মিডিয়া খবর:-

উৎসব মুখর পরিবেশে আজ একুশের বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের উপর সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান করা হলো। ৬ষ্ঠ বারের মতো প্রদান করা হলো এই সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪। সকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ভবনে পুরস্কার প্রাপ্ত কবি সাহিত্যিকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারও ‘ক’ শাখায় উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও শিশু সাহিত্যে এবং ‘খ’ শাখায় নবীন লেখকদের প্রথম বই কবিতা, উপন্যাসে মোট আটজন কৃতী সাহিত্যিককে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে চ্যানেল আই ভবনে বসেছিল কবি সাহিত্যিকদের মিলনমেলা। প্রখ্যাত কবি সাহিত্যিকের আগমনে মুখরিত ছিল চ্যানেল আই প্রাঙ্গণ। স্টুডিও থেকে ৬টি মহাদেশে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থমূল্য তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটি ব্যাংক এনএ’র পরিচালক, সিটি বাংলাদেশ কান্ট্রি ট্রেজারার ও মার্কেটস-এর প্রধান সাজেদ উল ইসলাম ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

প্রবন্ধে প্রথমা থেকে প্রকাশিত আকবর আলি খানের ‘চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের বনলতা সেন’, কবিতায় ম প্রকাশনী থেকে প্রকাশিত আসাদ চৌধুরীর ‘এই ফুলটির অন্তত দশ-দশটি প্রেমপত্র পাওয়ার কথা’, উপন্যাসে দিব্যপ্রকাশ থেকে প্রকাশিত মঈনুল আহসান সাবেরের ‘আখলাকের ফিরে আসা’ ও বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত মোহিত কামালের ‘পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর’, শিশুসাহিত্যে বাংলা প্রকাশ থেকে প্রকাশিত আলী ইমামের ‘জৈন্তাবনে কালো জাদু’ এবং মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত মাহবুবা চৌধুরীর ‘সময় কাটুক ছড়ার সাথে’ বই এই পুরস্কার পেয়েছে। জীবনের প্রথম বই ক্যাটাগরিতে অর্বাক থেকে প্রকাশিত মহিম সন্ন্যাসীর কবিতাগ্রন্থ ‘ভাঙা শামুকের বয়ঃসন্ধি’ এবং আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত রাতুল হাসানের উপন্যাস ‘ফেরার কোনো পথ থাকে না’ সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪ পেয়েছে।

‘ক’ শাখায় প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩০ হাজার টাকা এবং ‘খ’ শাখায় পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা।

Check Also

bookfare

শুরু হচ্ছে একুশে গ্রন্থমেলা

মিডিয়া খবর :- একুশে গ্রন্থমেলা দ্বার উন্মোচন হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। মেলার ইতিহাসে সবচেয়ে বড় …

বাংলা একাডেমি পুরস্কার যারা পেলেন

মিডিয়া খবর:- ২০১৭ সালে যারা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই মিডিয়া খবরের পক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares