মিডিয়া খবর:-
নববর্ষে পথচলা শুরু হল রেডিও ধ্বনি এফএম-৯১.২। ১৪ এপ্রিল ২০১৫ মঙ্গলবার মালিবাগ শাহজালাল টাওয়ারে রেডিও ধ্বনি এফএম-৯১.২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
প্রধান অতিথি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এমন একটি মহালগ্নে রেডিও ধ্বনি’র যাত্রা শুরু দেশের সম্প্রচার জগতে আরেকটি নতুন সংযোজন ও সম্প্রসারেরই পরিচায়ক। তিনি বলেন, ‘আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্যের পক্ষে।’ গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘গণতন্ত্রের সাথে অগণতান্ত্রিক শক্তির লড়াইয়ে গণমাধ্যমও নিরপেক্ষ থাকতে পারেনা। গণমাধ্যমকে গণতন্ত্র ও মানুষের পক্ষ নিতে হবে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম বিশেষ অতিথি হিসেবে এবং রেডিও ধ্বনি’র ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হোসেন চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন। জননন্দিত ব্যান্ড মাইলস্ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।