মিডিয়া খবর:-
মূল হল:
আজ সন্ধ্যা ৭টা শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে মঞ্চায়িত হবে কণ্ঠশীলনের নাটক ‘যা নেই ভারতে’।মহাভারতের কাহিনী অবলম্বনে নাটকটি লিখেছেন মনোজ মিত্র এবং নির্দেশনা দিয়েছেন মীর বরকত।
রাজা বিচিত্রবীর্যের মৃত্যুর সময় থেকে রাজপুত্র ধৃতরাষ্ট্রের এক শ পুত্রের জন্ম পর্যন্ত সময়ের ঘটনাগুলো ফুটে উঠেছে নাটকটিতে। কাহিনির প্রয়োজনে মূল মহাভারত থেকে কিছু সংযোজন-বিয়োজন করা হয়েছে। নির্মিত হয়েছে কয়েকটি কাল্পনিক চরিত্রও।
ক্ষমতাধর ও ক্ষমতালোভী রাষ্ট্রগুলোর আরও ক্ষমতালিপ্সা, সার্বভৌমত্বের নামে সাম্রাজ্যবাদ, একের পর এক রাষ্ট্র দখল ও লুণ্ঠনের বিষয় এসেছে নাটকটিতে। রাষ্ট্রব্যবস্থায় ধর্মীয় লেবাসধারী ব্যক্তিদের অনুপ্রবেশ ও অযাচিত হস্তক্ষেপ যে দেশ ও সমাজের ভারসাম্য নষ্ট করে তাও তুলে ধরা হয়েছে এ নাটকে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুর রাজ্জাক, এ কে এম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, সালাম খোকন, অনন্যা গোস্বামী, জে এম মারুফ সিদ্দিকী, নিবিড় রহমান, তনুশ্রী গোস্বামী, নাজনীন আক্তার, শামীম রিমু, মিজানুর রহমান, মাহমুদুল হাসান, শাহানা রহমান, অমিতাভ রায়, অনুপমা আলম প্রমুখ।
এক্সপেরিমেন্টাল হল:
শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘ইনফরমার’ নাটকটি শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ উপস্থাপিত হবে সন্ধ্যা ৭টায়।শান্তুনু বিশ্বাসের রচনায় ‘ইনফরমার’ নাটকটি নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম।
নাটকটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আবর্তিত। যুদ্ধকালে মুক্তিযোদ্ধা ছাড়াও সাধারণ মানুষ অংশ নিয়েছে দেশমাতৃকার টানে। গ্রামের সহজ-সরল মানুষের বুদ্ধিমত্তায় ধরাশায়ী হয়েছে অনেক পাক সেনাকর্মকর্তা। নাটকটিতে তেমনই একটি চরিত্র শেখ জামান। তার সাহসিকতা, উপস্থিত বুদ্ধি ও দেশপ্রেম উঠে এসেছে এ নাটকে। হাস্যকৌতুক আর ব্যঙ্গবিদ্রুপের মধ্য দিয়ে অগ্রসর হয়ে জামানের মৃত্যুর মাধ্যমে শেষ হয় নাটক।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ উল্লাহ মাহমুদ, সিকদার মুকিত, আব্দুল হাদী, রিয়াজ, মাসুদ ভিল্লা, হাসিব সরকার, রওশন জান্নাত রুশনী প্রমুখ।
স্টুডিও হল:
শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় আজ মঞ্চায়িত হবে নাট্যদল প্রাকৃতজনের নাটক ‘প্রেমপত্র’।