Home » মঞ্চ » শিল্পকলা একাডেমিতে দুটি নাট্য উৎসব শুরু

শিল্পকলা একাডেমিতে দুটি নাট্য উৎসব শুরু

মিডিয়া খবর:-

উৎসবের আমেজ বিরাজ করছে জাতীয় নাট্যশালায়। বৃহস্পতিবার ঢাকার নাটক পাড়ায় শুরু হল দুটো নাট্যাৎসব। শব্দ নাট্যচর্চা কেন্দ্র শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজন করছে শব্দ নাট্যোৎসব শিরোনামে তিন দিনব্যাপী অনুষ্ঠান।

‘নির্মাণ ও ঐতিহ্যের ১৯ বছর’—এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশিত হয়েছে সমীর দাস গুপ্তর রচনায় এবং অনন্ত হিরার নির্দেশনায় নাটক তৃতীয় একজন। এ ছাড়া উৎসবে ঠিকানা, রাইফেল, দর্পণ সাক্ষী ও ইনফরমার নাটকগুলো মঞ্চস্থ হবে।

এদিকে জাতীয় নাট্যশালায় লোক নাট্যদল (বনানী) আয়োজন করছে ময়মনসিংহ গীতিকা নাট্যোৎসব। ‘শেকড় খুঁজি মাটির টানে প্রাণের মেলায়’—এই স্লোগান নিয়ে সোনাই মাধব-এর ১৫০তম মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত উৎসব চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসব উদ্বোধন করেছেন পশ্চিবঙ্গের নাট্যজন বিভাস চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব আই টি আইয়ের সভাপতি রামেন্দু মজুমদার।

উৎসবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে লোক নাট্যদল (বনানী)-এর ১৫তম প্রযোজনা পদাবলী যাত্রা সোনাই মাধব-এর ১৫০তম মঞ্চায়ন হবে।

উদ্বোধনী সন্ধ্যায় জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করেছে দস্যু কেনারামের পালা, ২৬ সেপ্টেম্বর লোক নাট্যদল পরিবেশন করবে সোনাই মাধব। ২৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জের শিকড় নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে চন্দ্রাবতী।

২৮ সেপ্টেম্বর নাট্যধারা মঞ্চস্থ করবে আয়না বিবির পালা। ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চস্থ করবে মহুয়া। ৩০ সেপ্টেম্বর উৎসবের সমাপনীতে মঞ্চস্থ হবে নাট্যতীর্থ প্রযোজনা কমলা সুন্দরী।

প্রতিদিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকগুলো মঞ্চায়িত হবে। এ ছাড়া প্রতিদিন বিকেল পাঁচটা থেকে উৎসব প্রাঙ্গণের মুক্তমঞ্চে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের লোকসংগীত শিল্পীদের পরিবেশনা থাকছে।

Check Also

দুই বাংলার থিয়েটার ক্যাম্প

মিডিয়া খবর :- শুরু হল শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র উদ্যোগে  দুই বাংলার প্রথম আন্তর্জাতিক থিয়েটার ক্যাম্প। শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র …

শিল্পকলায় উৎসবের শেষদিনে সুরগাঁও

মিডিয়া খবর :- আজ রবিবার গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসরে শেষ দিনে মঞ্চায়িত হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *