মিডিয়া খবর :-
শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলেনাটকের দল প্রাঙ্গণেমোরের দাঁড়াও…জন্ম যদি তব বঙ্গে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী নিয়ে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
নাটকে অভিনয় করেছেন অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সংগীত পরিচালনায় রামিজ রাজু এবং আলোক পরিকল্পনা করেন আহমেদ সুজন।
ঊনিশ শতকের নবজাগরণের অন্যতম প্রতিভা বাংলাকবিতার প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত। নব্যবাংলার সাহিত্য পূর্ণরুপে আত্মপ্রকাশ করে তারই হাত ধরে। বিস্ময়কর প্রতিভার অধিকারী মধুসূদনের জীবনাচরণ ছিল বিস্ময়কর। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে মহাকাব্য মেঘনাদবধ কাব্য। তিনি বাংলাভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
তার সাহিত্যকর্ম
কাব্যঃ মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, দি ক্যাপটিভ লেডী, ব্রজাঙ্গনা কাব্য
নাটকঃ শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী
প্রহসনঃ বুড় শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা।