মিডিয়া খবর:-
রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামী ১১ মে মঞ্চস্থ হবে খড়িরাজা ও বাংলার মুখ আমি দেখিয়াছি নামের দুটি মঞ্চনাটক।
খড়িরাজা নাটকের মাধ্যমে বিদেশি শক্তির কাছে দেশীয় সম্পদ অবলীলায় তুলে দেওয়ার বিষয়টি রূপক আকারে উপস্থাপন করা হয়েছে। ৪০ মিনিট ব্যাপ্তির এ নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন আজমল হুদা মিঠু।
এবারই প্রথম নাট্য প্রযোজনা নিয়ে ঢাকায় আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড এডুকেশন- এস।
রাত ৮টা ১০ মিনিটে স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে বাংলার মুখ আমি দেখিয়াছি নাটকটি। রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির নাট্য সংগঠন গ্রিন থিয়েটারের এ নাটকটি নির্দেশনা দিয়েছেন আশিক ইসতিয়াক।