মিডিয়া খবর :-
কয়েক বছর ধরেই ছোট পর্দায় মডেল ও অভিনেত্রী তানভীন সুইটির উপস্থিতি কমে গেছে। তাই স্বভাবতই মিডিয়া ছেড়ে দিচ্ছেন বলে খবর রটে যায়। কিন্তু সুইটি মঞ্চে ফিরছেন। আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে, থিয়েটারের ৩৭তম প্রযোজনা ‘মুক্তি’। আর এ নাটকে সদ্য কৈশোর-উত্তীর্ণ এক বিদ্রোহী নারী সোহিনীর চরিত্রে অভিনয় করবেন তানভীন সুইটি।
এ প্রসঙ্গে সুইটি বলেন, ‘একসময় টানা মঞ্চে কাজ করতাম। কিন্তু ছোট পর্দার ব্যস্ততার কারণে এতদিন খুব একটা কাজ করতে পারিনি। তবে এবার ছোটপর্দার কাজ অনেক কমিয়ে দিয়েছি। তাই মাঝেমধ্যে মঞ্চে কাজ করছি।’ আমেরিকান নাট্যকার লি ব্লেসিংসের নাটক ‘ইন্ডিপেন্ডেন্স’-এর বাংলা রূপান্তর ‘মুক্তি’।