Home » মঞ্চ » ‘মাইম আর্ট সম্মাননা-২০১৫’ প্রদান

‘মাইম আর্ট সম্মাননা-২০১৫’ প্রদান

মিডিয়া খবর :-

 বাংলাদেশে মূকাভিনয় শিল্পের প্রচার-প্রসারে অবদানের জন্যে ‘মাইম আর্ট সম্মাননা-২০১৫’ প্রদান করা হয় তিনজন বিনোদন সাংবাদিককে। তারা হলেন মোশাররফ রুমী, এম এস রানা ও অভি মঈনুদ্দীন। ১৮ই আগস্ট সন্ধ্যায় সম্মিলিত সাস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এবং আবৃত্তি ব্যক্তিত্ব মীর বরকতের কাছ থেকে তারা এ সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা অনুষ্ঠান শেষে নিথর মাহবুবের একক মূকাভিনয় ‘লাইফ ইজ বিউটিফুল’ মঞ্চায়িত হয়। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সাত তলায় স্টুডিও থিয়েটার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিথর মাহবুব বলেন, প্রথমবারের মতো মাইম আর্টে সম্মাননা চালু করা হয়েছে। এখন থেকে এ সম্মাননা প্রদানের ধারাবাহিকতা বজায় থাকবে। আমার সহকর্মী সাংবাদিক ভাই ও বোনেরা মূকাভিনয় প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা রাখছেন। তাদের সম্মানিত করতে পেরে মাইম আর্ট পরিবার আনন্দিত।

উল্লেখ্য, দেশে মূকাভিনয় শিল্পের প্রসারে নিথর মাহবুব নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। ‘লাইফ ইজ বিউটিফুল’ তারই রচনা ও নির্দেশনায় নির্মিত।

Check Also

দুই বাংলার থিয়েটার ক্যাম্প

মিডিয়া খবর :- শুরু হল শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র উদ্যোগে  দুই বাংলার প্রথম আন্তর্জাতিক থিয়েটার ক্যাম্প। শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র …

শিল্পকলায় উৎসবের শেষদিনে সুরগাঁও

মিডিয়া খবর :- আজ রবিবার গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসরে শেষ দিনে মঞ্চায়িত হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *