Home » মঞ্চ » মহিলা সমিতিতে নাটক ঘর জামাই
mohila samiti

মহিলা সমিতিতে নাটক ঘর জামাই

মিডিয়া খবর :-

আজ সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি নিলীমা ইব্রাহীম মঞ্চে পরিবেশিত হবে ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ঘর জামাই।

প্রখ্যাত ফরাসি নাট্যকার মলিয়েরে’র নাটক ‘জর্জ ড্যান্ডিন’ অবলম্বনে রচিত হয়েছে নাটক ‘ঘর জামাই’। নাটকের ঘটনা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে দেখানো হয়। ব্যাঙ্গাত্মক এই নাটকে দেখা যায় গ্রামের উঠতি বড়লোক মোহাম্মদ আলী নানান কৌশলে শহুরে সমাজে প্রতিষ্ঠা লাভ করে। তার মেয়ে রেহানাও তার পশ্রয় পেয়ে বখে যায়। এদিকে গ্রামের সহজ-সরল শিক্ষিত যুবক সোলায়মান। মোহাম্মদ আলী এই সরলমনা যুবককে তার মেয়ের সাথে বিয়ে দেয় এবং ঘর জামাই করে রাখে। তাকে যৌতুক হিসেবে একটি বাড়িও প্রদান করে। বিয়ের পর দেখা যায় সোলায়মানের সাথে তার স্ত্রী রেহানার মনের মিল হয় না। রেহানা অঢেল ধন-সম্পদের মধ্যে বড় হয়ে উঠেছে এবং আধুনিক জীবন যাপনে অভ্যস্ত। অপর দিকে সোলায়মান খুবই সাধারণ জীবন যাপন করে আসছে। রেহানা বিয়ের পরও তার বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দেয় এবং গোপনে পরকীয়াও চালিয়ে যায়। এ সব নিয়ে অসন্তুষ্ট সোলায়মান তার শ্বশুরের কাছে নালিশ জানালে কোন ফল হয় না। এভাবে সোলামান তার বিবাহিত জীবন কাটাতে থাকে।

Check Also

বছরের শেষদিনে স্বপ্নদলের ত্রিংশ শতাব্দী

মিয়িা খবর :- ‘শিল্প শুদ্ধতায় শুচি হোক ধরা’- স্লোগানে নাট্যাধার, সিরাজগঞ্জ আয়োজিত চলমান সপ্তাহব্যাপী নাট্যোৎসবে …

moubone kak

শিল্পকলায় ১৬ অক্টোবর মৌবনে কাক

মিডিয়া খবর :- সুষম নাট্য সম্প্রদায়ের নতুন নাটক “মৌবনে কাক” মঞ্চায়ন হবে আগামী বৃহস্পতিবার, ১৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *