Home » নিউজ » বাবা শাকিব মা অপু আর আব্রামের লেখাপড়া

বাবা শাকিব মা অপু আর আব্রামের লেখাপড়া

মিডিয়া খবর:- বয়স তিন হয়নি এখনো তবু বাবা শাকিব ও মা অপু এখন আব্রামের লেখাপড়া নিয়ে ভাবছেন। আব্রামকে বাবা-মার ইচ্ছে ছিল স্কুলে ভর্তি করাবেন ছেলে আব্রামকে। সে জন্য গত সোমবার  সকালে বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে ছেলে আব্রামকে ভর্তি করাতে গিয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস দু’জনই।  ছেলের স্কুলে ভর্তির জন্য ফরমও পূরণ করেছেন শাকিব-অপু। কিন্তু সেখানে ভর্তি  আর করানো হলো না কারণ  তিন বছর বয়স না হওয়ায় স্কুলে ভর্তি করানো যায়নি আব্রামকে।

পরে অবশ্য  স্কুল কর্তৃপক্ষ পরামর্শ দেন স্কুল বিভাগে নয়, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র  প্লে-গ্রুপে ভর্তি করাতে। বাবা-মা দু’জনই শুনেন তাদের পরামর্শ। প্রেগ্রুপেই ভর্তি করানো হয় আব্রাম খান জয়কে।

ছেলের প্রথম বিদ্যালয়ে যাওয়া নিয়ে শাকিব খান বলেন, ‘জয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এই স্কুলে তাকে ভর্তি করাতে পারব। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।

অপু বিশ্বাস বলেন, শাকিবের এই দিকটা আমার ভালো লেগেছে। ছেলেকে স্কুলে ভর্তি করাবে বলে সকালেই উঠেই চলে এসেছে।সে  এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি ভাবতেও পারিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে। সবাই দোয়া করবেন জয় যেন লেখাপড়া শিখে একজন আদর্শ  মানুষ হয়।’

(সংগৃহীত)

Check Also

mobile set

অবৈধ পথে মোবাইলের প্রবেশ আর নয়

মিডিয়া খবর :-  নকল বা অবৈধ মোবাইল ফোন শনাক্ত করতে একটি শক্তিশালী আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল …

সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক ফরিদা

মিডিয়া খবর :-  জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ মঙ্গলবার দিনভর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্টিত হল। জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *