Home » মঞ্চ » বর্ণিল আয়োজনে শুরু হল গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ণিল আয়োজনে শুরু হল গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব

ঢাকা:-

-: পাভেল রহমান :-

জাতীয় নাট্যাশালায় সোমবার সন্ধ্যাটা একটু অন্যরকমই ছিলো। মিলনায়তনের বাইরে জমেছে নাট্যকর্মী আর দর্শকের আড্ডা আর ভেতরে চলছে ঢাক ও ঢোলের কোলাজ। চারপাশটা সেজেছে উৎসবের আমেজে। পাশ দিয়ে চলে যাওয়া পথচারীরাও ঘাড় বাঁকিয়ে দেখে নিচ্ছেন কি হচ্ছে এখানে!
আড্ডা, গান, আর সুরের মূর্ছণায় সোমবার থেকে শুরু হয়েছে গঙ্গা-যমুনা নাট্যাৎসব ২০১৪। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সোমবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উৎসব আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, জি-বাংলার (কলকাতা) জনপ্রিয় সিরিয়াল ‘রাশি’র অপলা রায়খ্যাত অভিনেত্রী ডলি বসু, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও নাট্যজন মামুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আকতারুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই নাট্যাশালার মূল মিলনায়তনে শুরু হয় নাগ
ganga-jamunaরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘নাম গোত্রহীন’। পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের নাটক ‘হ্যামলেট’।
আট দিনব্যাপী এই উৎসবে ভারতের তিনটি নাটকের দল ও বাংলাদেশের ১৩
টি নাট্যদলসহ ১৬টি নাট্যদল অংশগ্রহণ করবে। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হলে প্রতিদিন দুটি করে ১৬টি প্রযোজনার মঞ্চায়ন হবে। এর মধ্যে নাটক রয়েছে ১৪টি, নৃত্যনাট্য একটি ও যাত্রাপালা রয়েছে একটি।

 এবারের উৎসবে অংশগ্রহণকারী নাটকের দলগুলো হলো নাগরিক নাট্যসম্প্রদায়, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, চুপকথা (ভারত), অনীক (ভারত), যুগাগ্নি (ভারত), আরণ্যক, লোক নাট্যদল (বনানী), প্রাচ্যনাট, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্যসম্প্রদায় জয়যাত্রা, আগন্তুক, থিয়েটার বেইলী রোড, থিয়েটার আর্ট ইউনিট, অরিন্দম নাট্যসম্প্রদায় (চট্টগ্রাম)। আগামী আট সেপ্টেম্বর শেষ হবে আট দিনব্যাপী এই নাট্য ও সাংস্কৃতিক উৎসব।

উৎসবের দ্বিতীয় দিন ২ সেপ্টেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে কলকাতার নাট্যদল চুপকথা’র নাটক ‘আত্মীয় স্বজন’ ও জয়যাত্রা‘র যাত্রাপালা ‘টিপু সুলতান’।

৩ সেপ্টেম্বর থাকছে নৃত্যাঞ্চল এর পরিবেশনা ‘রাই-কৃষ্ণ পদাবলী ’ ও আগন্তুক এর পরিবেশনা ‘অন্ধকারে মিথেন’। ganga-jam

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থাকছে আরণ্যক নাট্যদল এর নাটক ‘স্বপ্নপথিক’ ও থিয়েটার (বেইলি রোড) এর নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।

৫ সেপ্টেম্বর শুক্রবার মঞ্চস্থ হবে লোক নাট্যদল(বনানী) এর নাটক ‘কঞ্জুস ’ ও যুগাগ্নি (ভারত) এর নাটক ‘ঈশ্বর এসেছেন’।

৬ সেপ্টেম্বর শনিবার মঞ্চস্থ হবে প্রাচ্যনাট এর নাটক ‘সার্কাস সার্কাস’ ও থিয়েটার আর্ট ইউনিট এর নাটক ‘আমিনা সুন্দরী’।

৭ সেপ্টেম্বর রোববার মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার এর নাটক ‘ধাবমান’ ও অরিন্দম নাট্যসম্প্রদায় (চট্টগ্রাম) এর নাটক ‘কবি’।

৮ সেপ্টেম্বর সোমবার মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সম্প্রদায় ‘প্রমিথিউস ’ অনীক (কলকাতা) এর নাটক ‘একুশের গল্প’।

এছাড়া প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে মিলনায়তনের বাইরে উন্মুক্ত চত্তরে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা।

Check Also

দুই বাংলার থিয়েটার ক্যাম্প

মিডিয়া খবর :- শুরু হল শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র উদ্যোগে  দুই বাংলার প্রথম আন্তর্জাতিক থিয়েটার ক্যাম্প। শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র …

শিল্পকলায় উৎসবের শেষদিনে সুরগাঁও

মিডিয়া খবর :- আজ রবিবার গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসরে শেষ দিনে মঞ্চায়িত হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *