মিডিয়া খবর :-
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে বরিশাল শব্দাবলী গ্রুপ থিয়েটারের নাট্যপ্রযোজনা ‘ফণা’। নতুন বছরের দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে নাটকটি।
শাহমান মৈশান রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। আশিকুর রহমান লিয়নের পোশাক পরিকল্পনায় নাটকটির প্রযোজনা অধিকর্তা সৈয়দ দুলাল। নাটকের কোরিওগ্রাফি করেছেন মিথুন এবং সেট ডিজাইন করেছেন অনিমেশ সাহা লিটু। এটি শব্দাবলীর ৫২তম নাট্যপ্রযোজনা।
এতে অভিনয় করছেন— নাবিলা নাসরিন, আবু সালেহ, শহীদুল ইসলাম শিশির, আনোয়ার হোসেন শামীম, হাবিবুর রহমান, জুলকার নাঈম সৌরভ, মাহমুদুল হাসান মান্না, মনোয়ার হোসেন, পলাশ মজুমদার, নিলয় মজুমদার, তরীকুল ইসলাম তপু, নুসরাত জাহান নিপা এবং শুভ। ঢাকা ও বরিশালে শব্দাবলীর নিজস্ব স্টুডিও থিয়েটার হলে নাটকটির নিয়মিত মঞ্চায়ন হচ্ছে। ইতোমধ্যে দর্শকের প্রশংসা অর্জন করেছে নাটকটি।