Home » চলচ্চিত্র » ফারুকীর নতুন ছবিতেও তিশা

ফারুকীর নতুন ছবিতেও তিশা

মিডিয়া খবর :-

‘ডুবছবির মুক্তির আগেই এবার নতুন ছবির ঘোষণা দিলেন এ নির্মাতা এবং যথারীতি আছে তিশাও। 

নানা জটিলতা কাটিয়ে অবশেষে ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর বিতর্কিত ছবি ‘ডুব’।  ছবির নাম ‘শনিবারের বিকেল’। ফারুকী তার ফেসবুক ফ্যান পেজে একটি পোস্টের মাধ্যমে জানান, “ডিসেম্বরে শুরু হবে আমার পরিচালিত নতুন ছবি ‘সেটার ডে আফটারনুন’। যার বাংলায় ট্যাগলাইন ‘শনিবারের বিকেল’।”

ছবির নায়িকা হিসেবে হচ্ছেন তারই স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ফারুকী আরও জানান, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’ও থাকছে প্রযোজকের দায়িত্বে। এ ছাড়া সহ-প্রযোজক হিসেবে থাকছেন জার্মান প্রযোজক আনা কাচকোকে। যার পূর্ববর্তী দুটি ছবি বার্লিন এবং ভেনিসের উৎসবে অংশ নিয়ে বার্লিনে পুরস্কারও পেয়েছে। ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে থাকবেন মাত্র ছাব্বিশ বছর বয়সে বার্লিনে সিলভার বিয়ার জেতা আজিজ জাম্বাকিয়েভ। ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানির এ ছবিতে অভিনয়ের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কথা চলছে বলেও জানিয়েছেন তিনি।

এ বছরের ডিসেম্বরে নতুন ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ফারুকী। প্রায় পাঁচ কোটি টাকার বাজেট নিয়ে ছবিটির কাজ শুরু করতে যাচ্ছেন বলে জানা গেছে।

Check Also

আসছে ফেরদৌস-মৌসুমীর পোস্টমাস্টার ৭১

মিডিয়া খবর :- অবশেষে মুক্তি পেতে চলেছে নায়ক ফেরদৌস প্রযোজিত চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’। এ চলচ্চিত্রে ফেরদৌসের সাথে …

gonoadalot

প্রামাণ্যচিত্র গণ আদালত সেন্সর পার করল

মিডিয়া খবর :- বিশিষ্ট নির্মাতা কাওসার চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘গণ আদালত’-এর সেন্সর হয়ে গেলো। কোন রকমের ছুরি-কাঁচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *