মিডিয়া খবর:-
আজ (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যদল পালাকার-এর নাটক ‘বাংলার মাটি বাংলার জল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে নাটকটির ২৫তম মঞ্চায়ন পূর্ণ হবে।
১৮৮৯ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে বাবার জমিদারি দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এসময় কবি পূর্ব বাংলায় অবস্থান করেছিলেন এবং এখানকার মাটি, মানুষ এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছিলেন। কবির দেখা তখনকার বাংলাবৃত্তান্ত রয়েছে ছিন্নপত্রে। এটি অবলম্বন করেই রচিত মঞ্চনাটক ‘বাংলার মাটি বাংলার জল’।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র অবলম্বনে নাটকটি রচনা করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার খান রিন্টু, দোস্ত মোহাম্মদ নূরী শাহ, সেলিম হায়দার, ফাহমিদা মল্লিক শিশির, মোহাম্মদ আলী পারভেজ, লিয়াকত লিকু, ইউসুফুল হক শুভ, জাহিদ হাসান, রাশেদ খান মেনন, আরিফুল হক চঞ্চল, প্রণব দাশ বাবু, রনি খান, ইমরান হোসেন, রোদ, অরিত্র প্রমুখ।